BGT 2023: খোয়াজা-গ্রিনের সেঞ্চুরি! ৪৮০-তে থামল অস্ট্রেলিয়া, এবার ফেরার লড়াইয়ে ভারত

India vs Australia, India trail Australia by 444 runs at stumps: দু'দিনের খেলা শেষ। আহমেদাবাদের পিচ বুঝিয়ে দিচ্ছে যে, পিচে বোলারদের সুযোগ অনেক কম, এই পিচ অনেক বেশি ব্যাটারদের পক্ষে। খোয়াজা-গ্রিনের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামল ৪৮০ রানে।  

Updated By: Mar 10, 2023, 05:20 PM IST
BGT 2023: খোয়াজা-গ্রিনের সেঞ্চুরি! ৪৮০-তে থামল অস্ট্রেলিয়া, এবার ফেরার লড়াইয়ে ভারত
অস্ট্রেলিয়ার বড় রানের কারিগর-খোয়াজা ও গ্রিন, ছবি-আইসিসি

অস্ট্রেলিয়া ৪৮০
ভারত (১০ ওভার) ৩৬/০ 
দ্বিতীয় দিন ভারত পিছিয়ে ৪৪৪ রানে

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) বর্ডার-গাভাসকর (BGT 2023) ট্রফির চতুর্থ তথা অন্তিম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ। প্রথম দিনেই অস্ট্রেলিয়া চলে গিয়েছিল চালকের আসনে। চার উইকেটে অজিরা ২৫৫ রান তুলেছিল উসমান খোয়াজা (Usman Khawaja) (১০৪) ও ক্যামেরন গ্রিন (Cameron Green) (৪৯) অপরাজিত ছিলেন। গতকাল যেখানে থেমেছিলেন গ্রিন-খোয়াজা, শুক্রবার ঠিক সেখান থেকেই শুরু করলেন তাঁরা। 

বিগত তিন টেস্টের পিচ বিতর্ক পিছনে ফেলে আহমেদাবাদের পিচ একেবারে আলাদা। মোটেই ব়্যাংক টার্নার বা ঘূর্ণি পিচ অতীত। তুলনামূলক অনেক সহজ পিচ। যেখানে বল ব্যাটে আসছে। এবং ব্যাটাররা পুরো ফায়দা তুলছেন। আর এহেন পিচেই দাপটে ব্যাট করলেন গ্রিন-খোয়াজা। ১৭০ বলে ১১৪ রান করে থামলেন গ্রিন। মাত্র ২০ রানের জন্য় ডাবল সেঞ্চুরি মাঠে রেখে আসলেন খোয়াজা। নয়ে এবং দশে নেমে দুই অজি স্পিনার ন্যাথান লিঁয় (৩৪) ও টড মারফিও (৪১) ঝকঝকে ইনিংস খেলে গেলেন। বুঝিয়ে দিলেন যে, এই পিচে ধরে খেললে বোলাররাও ব্যাট হাতে কামাল দেখাতে পারেন। খোয়াজা-গ্রিন ও লিয়ঁ-মারফির সৌজন্যে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হল ৪৮০ রানে। বোলারদের মধ্যে সফল আর অশ্বিন। তুলে নিলেন হাফ ডজন উইকেট। মহম্মদ শামি দু'টি, রবীন্দ্র জাদেজা একটি ও অক্ষর প্যাটেল পেলেন একটি করে উইকেট। 

আরও পড়ুনSunil Gavaskar, BGT 2023: গর্জে উঠলেন সানি! হেডেন, মার্ক ওয়া এবং অজি মিডিয়াকে ধুয়ে দিলেন 'লিটল মাস্টার'

ম্যাচ কিন্তু মোটেই ভারতের হাত থেকে বেরিয়ে যায়নি। ভারতীয় ব্যাটাররা যদি তৃতীয় দিন পুরো ক্রিজে কাটাতে পারেন, তাহলে ভারতও বড় রান স্কোরবোর্ডে তুলতে পারবে। দিন শেষে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা (১৭) ও শুভমন গিল (১৮) রয়েছেন ক্রিজে। ভারত তুলেছে ৩৬ রান। শেষবেলায় রোহিতরা একদম সোজাসাপটা ক্রিকেট খেলেছেন। ব্যাটে বল আসছে দারুণ ভাবে। সেঅর্থে অজি বোলাররা বিপাকে ফেলতে পারেননি তাঁদের।

আরও পড়ুনPat Cummins, BGT 2023: চিরঘুমে কামিন্সের মা, কালো আর্মব্যান্ড পরে মাঠে নামল অস্ট্রেলিয়া

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.