ইডেনে দ্বিতীয় একদিনের ম্যাচে জয়ী ভারত, কুলদীপের হ্যাটট্রিক

Updated By: Sep 21, 2017, 09:43 PM IST
ইডেনে দ্বিতীয় একদিনের ম্যাচে জয়ী ভারত, কুলদীপের হ্যাটট্রিক

ওয়েব ডেস্ক: ২০০১ সালের স্মৃতি ফিরে এল ইডেনে। সেবার ছিলেন হরভজন সিং। এবার কুলদীপ ‌যাদব। স্পিনের ঘূর্ণিতে ন্যূনতম লড়াই ছুড়ে দিতে পারল না অজিরা। তাসের ঘরের মতো ভেঙে পড়ল তাদের ব্যাটিং লাইন আপ। তাও কিছুটা লড়াই দিচ্ছিলেন অধিনায়ক স্টিভ স্মিথ। তিনি ফেরার পর হ্যাটট্রিক করে অজিদের কোমর ভেঙে দিলেন কুলদীপ ‌যাদব। সেখান থেকে অস্ট্রেলিয়ার হার নিশ্চিত হয়ে ‌যায়। দ্বিতীয় একদিনের ম্যাচে ৫০ রানে হারাল ভারত। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। একইসঙ্গে একদিনের ক্রিকেটে আইসিসি-র র‍্যাঙ্কিংয়ে একনম্বর জায়গা দখল করলেন বিরাট কোহলিরা। 

ইডেনে টসে জিতে এদিন ব্যাটিং নিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। মাত্র ৮ রানের জন্য আর একটা শতরান হাতছাড়া করলেন তিনি। অজিঙ্ক রাহানে করলেন অর্ধ শতরান। কোহলি-রাহানে জুটি ক্রিজে থিতু হয়ে ‌যাওয়ার পর ২৩.৪ ওভারের মাথায় আঘাত হানে অজিরা। দলের ১২১ রানের মাথায় ৫৫ রানে আউট হয়ে ‌যান রাহানে। চার ওভার পরেই আউট মণীশ পাণ্ডে(৩)। ২৪ রানে ফিরে ‌যান কেদার ‌যাদব। দলের স্কোর কথন ৪ উইকেটে ১৮৬। এমন সময়েই ফিরে ‌যান কোহলি। ধোনি আউট হন ৫ রানে। ভুবনেশ্বর কুমার করেন ২০ রান। হার্দিক পান্ডিয়াও ফেরেন ২০ রানে। চাহাল আউট হন ১ রানে। ভারতের ইনিংস শেষ হয় ২৫২ রানে।

একদিনের ক্রিকেটে নতুন নিয়মে এই রান কিছুই নয়। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। মাত্র ৯ রানে ফিরে ‌যান দুই অজি ওপেনার। হেড ও স্মিথ দলের স্কোর এগিয়ে নিয়ে ‌যেতে থাকেন। ৩৯ রানে আউট হন হেড। তখন অস্ট্রেলিয়া ৩ উইকেট খুঁইয়ে তুলেছে ৮৫ রান। অন্যদিকে তখনও ক্রিজে জমাট ব্যাটিং করছেন স্টিভ স্মিথ। তবে অর্ধ শতরান করার কিছুক্ষণ বাদেই স্মিথকে তুলে জোর ধাক্কা দেন হার্দিক পাণ্ড্য। তখন অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেট হারিয়ে ১৩৮ রান। এরপরই কুলদীপের ঘূর্ণিতে কা‌র্যত উড়ে ‌যায় অস্ট্রেলিয়া। কুলদীপের শিকার ম্যাথু ওয়েড, এ আগর ও প্যাট কামিন্স। একদিনের ক্রিকেটে তৃতীয় ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করলেন কুলদীপ। ১৯৮৭ সালে চেতন শর্মা ও ১৯৯১ সালে কপিল দেব হ্যাটট্রিক করেছিলেন। 

 

এই ইডেনেই ২০০১ সালে অস্ট্রেলিয়াকে ঘূর্ণিতে নাচিয়েছিলেন হরভজন সিং। এবার কুলদীপের সামনে বেকায়দায় পড়লেন স্মিথবাহিনী। 

আরও পড়ুন, স্টিভ স্মিথের স্বপ্নের দলে দুই ভারতীয় থাকলেও, নেই বিরাট কোহলি

 

.