পূজারার শতরান, ৪৪৩ রানে ইনিংস ডিক্লিয়ার ভারতের
৪৪৩ রানে ইনিংস ডিক্লিয়ার করল ভারত।
নিজস্ব প্রতিবেদন: বক্সিং ডে টেস্ট শুরুর আগে ভারত অধিনায়ক স্পষ্ট করে জানিয়েছিলেন, ব্যাটসম্যানদের রান করতে হবে। বোলাররা ২০ উইকেট নিলেও প্রয়োজনীয় রান না থাকলে টেস্ট ম্যাচ জেতা যায় না। সে কারণেই পারথে বিরাট ব্যবধানে হারতে হয়েছিল বিশ্বের এক নম্বর টেস্ট দলকে। সবুজ উইকেটে ডাহা ফেল করেছিল ভারতীয় ওপেনিং। মিডল অর্ডারও সেভাবে দাঁড়াতে পারেনি। তবে মেলবোর্নে ভারতীয় ব্যাটিংয়ের সেই কঙ্কালসার ছবিটা পাল্টালো।
আরও পড়ুন- হনুমা কেন ওপেনিংয়ে, প্রশ্ন তুললেন ক্ষুব্ধ লক্ষ্মণ
Here comes the declaration from the Indian Skipper#TeamIndia 443/7d https://t.co/xZXZnUvzvk #AUSvIND pic.twitter.com/CUZljroDCz
— BCCI (@BCCI) December 27, 2018
FIFTY!@ImRo45 brings up 10th Test half-century off 97 deliveries.https://t.co/xZXZnUvzvk #AUSvIND pic.twitter.com/oPArV7Wha6
— BCCI (@BCCI) December 27, 2018
হনুমা আর জাদেজা ছাড়া সবাই রান পেলেন। অল্পের জন্য শতরান হাতছাড়া হয়েছে মায়াঙ্ক (৭৬) ও বিরাটের (৮২)। তবে শতরান পেয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। টেস্ট কেরিয়ারে ১৭তম শতরান করে ভিভিএসের সঙ্গে একই আসনে বসলেন চেতেশ্বর পূজারা। একই সঙ্গে টপকে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ১৬টি শতরান রয়েছে সৌরভের। রান পেলেন রোহিত শর্মাও (৬৩)। সব মিলিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষের আগে ভারত ৭ উইকেট হারিয়ে ৪৪৩।
আরও পড়ুন- মায়াঙ্ককে উপহাস অজি ধারাভাষ্যকারের, নিন্দা প্রথম শ্রেণির ভারতীয় ক্রিকেটকেও!
This century by @cheteshwar1 has laid the foundation for India to get ahead in this match. One more good partnership needed. The bounce is already uneven, which is a good sign for #TeamIndia. #INDvAUS pic.twitter.com/CPfDNTLpxj
— Sachin Tendulkar (@sachin_rt) December 27, 2018
জবাবে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে ৫ রানে দাঁড়িয়ে (প্রতিবেদন লেখা পর্যন্ত) টিম পেইনের অস্ট্রেলিয়া।