বিরাট বধের অস্ত্র বলে দিলেন ব্রড!
কোহলির মত ব্যাটসম্যানকে আউট করা যে খুব কঠিন সেটাও স্বীকার করে নিয়েছেন ব্রড।
নিজস্ব প্রতিবেদন : এজবাস্টনে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে ইংল্যান্ড শিবিরে মাথাব্যাথার নাম যে বিরাট কোহলি সেটা সন্দেহ নেই। ২০১৪ সালে ইংল্যান্ড সফরে চূড়ান্ত ব্যর্থ হলেও ভারতীয় ব্যাটিংয়ের নিউক্লিয়াস বিরাট কোহলিই। তাই কোহলিকে তাড়াতাড়ি সাজঘরে ফেরানোর টার্গেট করছেন ব্রিটিশ বোলাররা। ইংল্যান্ডের পেস আক্রমণের অন্যতম ভরসা স্টুয়ার্ট ব্রড জানিয়ে দিলেন,ঠিক কী পরিকল্পনায় কোহলিকে আউট করার কথা ভাবা হচ্ছে।
আরও পড়ুন - টেস্টে ‘ফার্স্ট বয়’ হওয়ার এটাই বিরাট সুযোগ কোহলির
ভারত অধিনায়ককে দ্রুত প্যাভিলিয়নে পাঠানোর জন্য স্ট্র্যাটেজি তৈরি করে রেখেছে ইংল্যান্ড। তবে কোহলির মত ব্যাটসম্যানকে আউট করা যে খুব কঠিন সেটাও স্বীকার করে নিয়েছেন ব্রড। ৩২ বছর বয়সী স্টুয়ার্ট ব্রড গোড়ালির চোট সারিয়ে দলে ফিরে এসে বলছেন,''কোনও একজন বোলারের ওপর নয়, কোহলিকে আউট করতে হলে একটা বোলিং ইউনিটকে দায়িত্ব নিতে হবে।''
আরও পড়ুন - বিরাটের ভারত বিদেশেও সেরা হবে, বিশ্বাস রবি শাস্ত্রীর
কোহলিকে আউট করার জন্য ব্রডদের পরিকল্পনা হল, উইকেটের দু দিক থেকেই ক্রমাগত তাঁর ওপর চাপ বজায় রাখা। সহজে রান না দেওয়া। ঠিক এই স্ট্র্যাটেজি বোঝাতে ব্রড বলেন, "যদি জিমি অ্যান্ডারসন উইকেটের অন্য প্রান্তে কোহলিকে চাপে রাখেন, আর আমি রান দিয়ে ফেলি তাতে লাভ হবে না। সোজা কথা হল, কোহলিকে ক্রমাগত চাপে রাখার কৌশল বজায় রেখে যেতে হবে ইংল্যান্ড পেসারদের।
আরও পড়ুন - কলকাতায় 'বুদ্ধি-যুদ্ধে'র বিশ্বচ্যাম্পিয়নশিপ
ইংল্যান্ডে টেস্টে ব্যর্থ কোহলি। চার বছর আগে ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে রান পাননি তিনি। ২০১৪ সালে পাঁচটি টেস্টে মোট ১৩৪ রান করেছিলেন কোহলি। কোহলির ব্যাটিং গড় ছিল মাত্র ১৩.৪0। এমনকী ওই সিরিজে কোহলির থেকে বেশি রান করেছিলেন ভুবনেশ্বর কুমার। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় দু নম্বরে থাকা বিরাট কোহলি নিজেও এবার ইংল্যান্ডের মাটিতে রান করতে মরিয়া। নিজের অতীত এবার বদলে দেবেন বিরাট, এমনটাই দাবি করে কোচ রবি শাস্ত্রী বলেছেন, এই টেস্ট সিরিজে বিরাট নিজেই প্রমাণ করে দেবে এই মুহূর্তে ওই বিশ্বের সেরা ব্যাটসম্যান৷