রোহিত-কুলদীপ যুগলবন্দিতে একদিনের সিরিজে প্রথম ম্যাচে জয় টিম ইন্ডিয়ার
৮ উইকেটে সিরিজের প্রথম একদিনের ম্যাচে জয়লাভ বিরাটবাহিনীর।
নিজস্ব প্রতিবেদন: টিটোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে যেখানে শেষ করেছিলেন, বৃহস্পতিবার একদিনের সিরিজের প্রথম ম্যাচে সেখান থেকেই শুরু করলেন রোহিত শর্মা। তাঁর ধুন্ধুমার ব্যাটিংয়ের সৌজন্যে সহজেই ইংল্যান্ডের দেওয়া টার্গেট পেরিয়ে গেল টিম ইন্ডিয়া। ফের শতরান হাঁকালেন এই ডান হাতি ব্যাটসম্যান। তাঁকে যোগ্য সঙ্গত করলেন বিরাট কোহলি। সিরিজের প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। ম্যাচের সেরা হলেন কুলদীপ যাদব।
টিটোয়েন্টি সিরিজ জেতার পর একদিনের সিরিজে প্রথম ম্যাচেই জয় টিম ইন্ডিয়ার। আর সেই জয় এল টিটোয়েন্টির শেষম্যাচে শতরানকারী রোহিত শর্মার চওড়া ব্যাটে। বলে কামাল করলেন কুলদীপ যাদব। তাঁর ঘূর্ণিতে রীতিমতো ধসে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং। ২৬৮ রান তোলে ইংল্যান্ড। ১০ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৫ রান দিয়ে ৬ উইকেট নিলেন চায়নাম্যান বোলার। তিনশোর নীচে ইংল্যান্ডকে বেঁধে রাখার পর বিধ্বংসী ব্যাটিং রোহিত শর্মার। ১১৪ বলে করলেন ১৩৭ রান। দারুণ সূচনা করেও বড় স্কোর মাঠে ফেলে এসেছেন শিখর ধবন। মাত্র ২৭ বলে তিনি করেছেন ৪০ রান। ধবন আউট হওয়ার ব্যাট করতে নামেন বিরাট কোহলি। তিন নম্বর জায়গায় বিরাট না কেএল রাহুল, তা নিয়ে জল্পনা চলছিল। তবে তিন নম্বরে নামলেন ভারতীয় অধিনায়কই। তাঁর ব্যাট থেকে এল ৭৫ রানের ইনিংস। মনে হচ্ছিল, ফের একটা শতরান করতে চলেছেন ক্যাপ্টেন কোহলি। ঠিক তখনই স্ট্যাপ আউট হলেন। তবে ততক্ষণে ম্যাচ পকেটে পুরে নিয়েছে টিম ইন্ডিয়া। মাত্র ৪০.১ ওভারেই উঠে গেল জয়ের জন্য কাঙ্ক্ষিত রান। ৩ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল বিরাটবাহিনী।
এদিন নর্টিংহামে টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ফাস্ট বোলারদের বিরুদ্ধে শুরুটা ভাল করলেও স্পিন শুরু হতেই নড়বড়ে হয়ে পড়েন দুই ওপেনারই। জেসন রয়, জনি বেয়ারস্টোর জুটি ভাঙেন কুলদীপ। ওপেনাররা আউট হওয়ার পর অল্প রানেই ফেরেন রুট এবং মর্গ্যানও। একটা সময় ১০০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। এরপর বেন স্টোকস (৫০) এবং জস বাটলার (৫৩) দলের হাল ধরেন। তারপর এই দুই ব্যাটসম্যানের উইকেটও নেন কুলদীপ। তবে শেষের দিকে ১৬ বলে ২৬ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে লড়াই করার মতো স্কোরে পৌঁছে দেন আদিল রশিদ।
আরও পড়ুন- ইস্টবেঙ্গলে ব্রাজিলিয়ান বিশ্বকাপার রোবিনহো?