দুরন্ত ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিপর্যয়, ১১৮ রানে অলআউট

দক্ষিণ আফ্রিকা ১১৮ রানে অলআউট। যুজবেন্দ্র চহল নিলেন ৫ উইকেট। ৩ উইকেট কুলদীপ যাদবের।  

Updated By: Feb 4, 2018, 04:21 PM IST
দুরন্ত ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিপর্যয়, ১১৮ রানে অলআউট

নিজস্ব প্রতিবেদন: ডারবানে বিপর্যয়ের মুখে শতরান করে দলকে বাঁচিয়ে দিয়েছিলেন ফাফ ডু প্লেসি। সেঞ্চুরিয়নে ধসে পড়ল ডু প্লেসি-হীন প্রোটিয়াবাহিনী। ১১৮ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা।  

যুজবেন্দ্র চহল ও কুলদীপ যাদবের জোড়া ফলার মুখে হিমশিম খেলেন আমলারা। ডারবানে স্পিনার জুটি তুলে নিয়েছিল ৫টি উইকেট। সেঞ্চুরিয়নে ৮ উইকেট নিলেন তাঁরা। চায়নাম্যান কুলদীপ যাদব বল করতে এসে প্রথম ওভারেই পকেটে পুরেছিলেন ডেভিড মিলার ও  এডেন মার্করামকে। ম্যাচে নিলেন ৩ উইকেট। যুজবেন্দ্র চহল পেলেন ৫ উইকেট।  

 

রবিবার সেঞ্চুরিয়নে টসে জিতে ফিল্ডিং নেন অধিনায়ক বিরাট কোহলি। বিপজ্জনক হাসিম আমলাকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে প্রথম ধাক্কা দেন ভুবনেশ্বর কুমার। এরপর রিস্ট স্পিনার যুজবেন্দ্র চহলকে সামলাতে গিয়ে ব্যর্থ হন কুইন্টন ডি কক। ডারবানে বিপর্যয় থেকে শতরান করে দক্ষিণ আফ্রিকাকে টেনে তুলেছিলেন ফাফ ডু প্লেসি। চোটের কারণে তিনি সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। তার জায়গায় অধিনায়ক হয়েছেন দু'ম্যাচ খেলা মার্করাম। মাত্র ৮ রানেই এদিন  দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়কের 'ভবলীলা' সাঙ্গ হয়।

.