নিজস্ব প্রতিবেদন : বিশাখাপত্তনমে প্রথম টেস্ট ২০৩ রান জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে কোহলি ব্রিগেড। বৃহস্পতিবার থেকে পুণেতে শুরু দ্বিতীয় টেস্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই সিরিজ পকেটে পুরতে মরিয়া কোহলি অ্যান্ড কোম্পানি। পুণেতে প্রথম টেস্টের দলই সম্ভবত অপরিবর্তিত রাখতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টেস্ট ক্রিকেটে ওপেনার রোহিত শর্মার দুরন্ত কামব্যাক। বিশাখাপত্তনমে দুই ইনিংসে জোড়া শতরান করেছেন হিটম্যান। আর এক ওপেনার মায়াঙ্ক আগরওয়াল প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন। দুই ওপেনারই ভরসা জোগাচ্ছেন। পুণেতে অবশ্য পূজারা, কোহলি, রাহানে, বিহারির বড় পরীক্ষা। দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন দেশের মাটিতে কোহলির তুরুপের তাস। সেই সঙ্গে পুরোনো বলে মহম্মদ শামির সুইং প্রথম টেস্টে প্রোটিয়াদের বেকায়দায় ফেলে দিয়েছে। পুণের পিচেও ব্যাটিংই ভরসা টিম ইন্ডিয়ার৷    


 



প্রথম টেস্টের দল দ্বিতীয় টেস্টেও অপরিবর্তিত রাখতে চলেছে ভারত৷ দুই পেসার ও দুই স্পিনার নিয়েই মাঠে নামছে কোহলি অ্যান্ড কোং৷ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে দুরন্ত ছন্দে বিরাটবাহিনী৷ ক্যারিবিয়ান সফরে দুই টেস্টের সিরিজ জয়ের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলতে নেমে প্রথম টেস্ট জিতে নিয়েছে ভারত। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে ৪০ পয়েন্ট পকেটে পুরেছে বিরাটবিগ্রেড৷ টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত তিনটি টেস্ট জিতে পয়েন্ট তালিকায় এক নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া।


আরও পড়ুন - হাফ সেঞ্চুরির হাতছানি! পুণেতে মাইলস্টোনের সামনে ক্যাপ্টেন কোহলি