দক্ষিণ আফ্রিকাকে 'কঠিন' লক্ষ্য দিল টিম ইন্ডিয়া
দক্ষিণ আফ্রিকাকে কঠিন লক্ষ্যের সামনে দাঁড় করিয়ে দিল টিম ইন্ডিয়া। তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৪৭ রানে অলআউট বিরাটবাহিনী। জেতার জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ২৪১ রান।
নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ আফ্রিকাকে কঠিন লক্ষ্যের সামনে দাঁড় করিয়ে দিল টিম ইন্ডিয়া। তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৪৭ রানে অলআউট বিরাটবাহিনী। জেতার জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ২৪১ রান।
সিরিজ আগেই পকেটে পুরেছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় টেস্টে হোয়াইটওয়াশ বাঁচাতে লড়ছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে দুশোর গণ্ডিতে বেঁধে রাখেন ভারতীয় বোলাররা। দ্বিতীয় ইনিংসে ওয়ান্ডারার্সের সবুজ পিচে একা কুম্ভ হয়ে লড়াই করেন বিরাট কোহলি। ৪২ রানে আউট হন বিরাট। ভারত অধিনায়ক প্যাভিলিয়নে ফেরার পর দলকে টানেন ভুবনেশ্বর কুমার ও অজিঙ্ক রাহানে। দুটি টেস্টে বাদ পড়ার পর তৃতীয় টেস্টে রাহানে করলেন ৪৮ রান। ভুবনেশ্বরের ব্যাটে এল ৩৩। শেষবেলায় চালিয়ে খেলে ২৭ করেন বাংলার মহম্মদ শামি।
That brings an end to an exciting 2nd innings from #TeamIndia. Some gritty contributions from the lower-order as well & South Africa will need 241 for victory #SAvIND pic.twitter.com/ZJp0mS8TSH
— BCCI (@BCCI) 26 January 2018
দ্বিতীয় ইনিংসে ভারত তুলেছে ২৪৭ রান। ৭ রানের লিড হাতে থাকায় দক্ষিণ আফ্রিকাকে জিততে গেলে দরকার ২৪১। এই পিচে যা কঠিন টার্গেট বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের। এবার বোলারদের বাকি কাজটা সারতে হবে। ব্যাট করতে নেমে ইতিমধ্যেই একটি উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন- কোহলির ফাটকা কাজে এল না, ওপেনিংয়ে নেমে ব্যর্থ পার্থিব