দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে দলে শার্দুল-কেদার
দলে থাকছেন মহম্মদ শামি। বাদ পড়লেন কে এল রাহুল
নিজস্ব প্রতিবেদন : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬ ম্যাচের একদিনের সিরিজে ১৭ জনের ভারতীয় দলে ঢুকলেন শার্দুল ঠাকুর ও কেদার যাদব। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০-তে ভালো খেললেও বাদ পড়লেন কে এল রাহুল।
শনিবার নির্বাচন কমিটির বৈঠকের পর কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির পর নতুন ছেলেদের খেলানোর চেষ্টা করছি। চাহল ও কুলদীপ যাদবের মতো প্লেয়ার খেলেছে। বৈঠকে ঠিক হয়েছে স্পিনে আমাদের শক্তি বাড়ানোর প্রয়োজন। কমপক্ষে ৬ ভালো স্পিনার রাখতে চাইছি আমরা।
উল্লেখ্য, এবারে একদিনের সিরিজে ভারতীয় দলে ফিরছেন পেসার মহম্মদ শামি। শার্দুল ঠাকুর আসছেন সিদ্ধার্থ কৌলের জায়গায়। দলে শিখর ধাওয়ান, রোহিত শর্মা ও অজিঙ্ক রাহানে অটোমেটিক চয়েস। ফলে কে এল রাহুলের জন্য কোনও জায়গা খালি ছিল না। তবে শ্রেয়শ আইয়ারকে চার নম্বরে খেলানো হতে পারে।
কারা থাকছেন দলে
বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, শ্রেয়শ আইয়ার, মণিশ পাণ্ডে, কেদার যাদব, এম এস ধোনি, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, মহম্মদ শামি, যশপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার।
আরও পড়ুন-নিয়ন্ত্রণরেখায় প্রবল গোলাগুলি পাকিস্তানের, রাজৌরিতে শহিদ মেজর সহ ৩ জওয়ান