ইন্দোরেই সিরিজ জয় ভারতের

থারাঙ্গা সাতচল্লিশ ও কুশল পেরেরা সাতাত্তরে আউট হতেই শ্রীলঙ্কার হার নিশ্চিত হয়ে যায়। আহত ম্যাথিউজ ব্যাট না করায় শ্রীলঙ্কা অলআউট হয় একশো বাহাত্তর রানে। চাহাল চার ও কুলদীপ তিন উইকেট পান। অষ্টাশি রানে ম্যাচ জেতে ভারত।

Updated By: Dec 22, 2017, 10:35 PM IST
ইন্দোরেই সিরিজ জয় ভারতের

নিজস্ব প্রতিবেদন: ইন্দোরেই এক ম্যাচ বাকি থাকতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই-শূন্যতে এগিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ভারত। রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ধুমধুমার ব্যাটিংয়ের সৌজন্যে ভারত প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে দুশো ষাট রান করে। অধিনায়ক রোহিত শর্মা রেকর্ড গড়ে একশো আঠেরো রান করেন। রাহুল উননব্বই রান করেন।

আরও পড়ুন: ইন্দোরে লঙ্কাকাণ্ড রোহিতের

জবাবে ব্যাট করতে নেমে উপল থারাঙ্গা ও কুশল পেরেরার দাপটে পাল্টা জবাব দিতে থাকে শ্রীলঙ্কা। কিন্তু ভারতের দুই স্পিনার কুলদীপ যাদব ও যজুর্বেন্দ্র চাহালের ভেল্কিতে ঝড় থেমে যায়। থারাঙ্গা সাতচল্লিশ ও কুশল পেরেরা সাতাত্তরে আউট হতেই শ্রীলঙ্কার হার নিশ্চিত হয়ে যায়। আহত ম্যাথিউজ ব্যাট না করায় শ্রীলঙ্কা অলআউট হয় একশো বাহাত্তর রানে। চাহাল চার ও কুলদীপ তিন উইকেট পান। অষ্টাশি রানে ম্যাচ জেতে ভারত।

.