নিজস্ব প্রতিবেদন : ভারত অধিনায়ক বিরাট কোহলির সামনে আরও একটি রেকর্ডের হাতছানি রয়েছে শুক্রবার থেকে শুরু হতে চলা হায়দরাবাদ টেস্টে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে শতরান করলেই তিনি ছুঁয়ে ফেলবেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হককে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - আফগানিস্তান ম্যাচে ধোনি অধিনায়ক হওয়ায় খুশি হয়নি নির্বাচকরা!


এখনও পর্যন্ত টেস্টে ২৪টি শতরান করেছেন বিরাট কোহলি। প্রাক্তন পাক অধিনায়ক ইনজামামের শতরানের সংখ্যা ২৫। ১২০টি টেস্টে ৮৮৩০ রান করেছেন ইনজামাম। তাঁর ব্যাটিং গড় ৪৯.৬০। তবে ইনজামামের চেয়ে অনেক কম টেস্ট খেলে ২৪টি শতরানে পৌঁছে গিয়েছেন কোহলি। এখন পর্যন্ত ৭২টি টেস্টে খেলে বিরাট করেছেন ৬২৮৬ রান।


আরও পড়ুন - আরও পড়ুন- বেঙ্গালুরু-মুম্বই ফ্লাইট, সাংবাদিক-ভক্তের সঙ্গে নাটকীয় আলাপনে কুম্বলে


টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি শতরানকারীদের তালিকায় ২১ নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তালিকা সবার ওপরে রয়েছেন সচিন তেন্ডুলকর(৫১টি শতরান)। ২৯ বছর বয়সী কোহলি রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টেও শতরান করেছিলেন। হায়দরাবাদে দ্বিতীয় টেস্টে শতরান করলেই পাক লেজেন্ডকে স্পর্শ করবেন বিরাট কোহলি।