ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নিয়ে আশার কথা শোনালেন সৌরভ
২০২১ সালে ফেব্রুয়ারি-মার্চ মাসে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ আয়োজন করতে তত্পর বিসিসিআই।
নিজস্ব প্রতিবেদন: শুক্রবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টিম ইন্ডিয়া। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে ২০২১ সালে ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ আয়োজন করার কথা রয়েছে বিসিসিআইয়ের। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ নিয়ে আশার কথা শোনালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
মঙ্গলবার সৌরভ জানান, "ইংল্যান্ড, ভারতের বিরুদ্ধে চারটি টেস্ট, তিনটি ওয়ান ডে, এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এটা দ্বিপাক্ষিক সিরিজ বলে একটা সুবিধে রয়েছে। কোভিডের সেকেন্ড ওয়েভ আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই আমাদের সাবধান থাকতে হবে। আর পরিস্থিতির ওপর নজর রাখতে হবে।"
২০২১ সালে ফেব্রুয়ারি-মার্চ মাসে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ আয়োজন করতে তত্পর বিসিসিআই। একই সঙ্গে এপ্রিল-মে মাসে দেশের মাটিতে আইপিএল করার ব্যাপারে আশাবাদী বোর্ড প্রেসিডেন্ট। কয়েকদিন আগেই সৌরভ গাঙ্গুলি বলেন, "কোভিড আবহে আইএসএল দেশের বুকে প্রথম বড় টুর্নামেন্ট। এটা সফল হলে অন্য খেলাও উৎসাহ পাবে। আমরা এখানে ক্রিকেট শুরুর ব্যাপারেও এগোতে পারব।"
আরও পড়ুন - দ্রুত গতিতে বোলিং করতে ড্রাগ নেওয়ার প্রস্তাব পেয়েছিলেন শোয়েব!