ভারত-৩১৬, ২৬৩
নিউ জিল্যান্ড-২০৪,১৯৭
ভারত ১৭৮ রানে জয়ী


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: ইডেন টেস্টে নিউজিল্যান্ডকে ১৭৮ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ভারত। আর এই জয়ের সঙ্গেই আইসিসি টেস্ট ranking-এ পাকিস্তানকে টপকে শীর্ষস্থানে উঠে এল ভারত। নিউজিল্যান্ডের কাছে জয়ের জন্য ৩৭৬ রানের টার্গেট দিয়েছিল বিরাট কোহলি বাহিনী। শুরুটা দারুণ করেছিলেন কিউই ব্যাটসম্যানরা।  কিন্তু বেলা গড়াতেই ইডেনে তৈরি হল কিউই তাসের ঘর।


আরও পড়ুন- ইডেন টেস্টে যে রেকর্ড হল, তা আগের ২৪৯ টেস্টে কখনও হয়নি!


দুই ওপেনার লাথাম (৭৪) আর গুপ্তিল (২৪) ফিরতেই সেই তাসের ঘর এক ফুঁয়ে শুয়ে গেল। দুই ওপেনারকে ফিরিয়ে সেই ফুঁ-টা দেন অশ্বিন। ২ উইকেটে ১০৪ থেকে কিউই ইনিংস শেষ ১৯৭ রানে। সামি, অশ্বিন, জাদেজা তিনটি করে উইকেট নেন। একটি উইকেট নেন ভূবনেশ্বর কুমার। দুই ইনিংসে অর্ধশতরান করে ম্যাচের সেরা ঋদ্ধিমান সাহা।



আরও পড়ুন- ধোনি, ফারুখ ইঞ্জিনিয়ারদের সঙ্গে একাসনে ঋদ্ধিমান সাহা


ইন্দোর টেস্ট এখন হয়ে দাঁড়াল হোয়াইটওয়াশ করার মঞ্চ।