ইডেন টেস্টে যে রেকর্ড হল, তা আগের ২৪৯ টেস্টে কখনও হয়নি!

ইডেন টেস্ট চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।কারণ, ভারত-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টই এই দেশের মাটিতে আড়াইশো টেস্ট। এবার সেই টেস্ট আরও একটি কারণে থেকে যাবে রেকর্ডের খাতায়। এই টেস্টে এমন একটি জিনিস হল, যা এর আগে ভারতে আয়োজিত ২৪৯টি টেস্টে কখনও হয়নি। ভাবছেন, কী সেটা?

Updated By: Oct 3, 2016, 02:35 PM IST
ইডেন টেস্টে যে রেকর্ড হল, তা আগের ২৪৯ টেস্টে কখনও হয়নি!

ওয়েব ডেস্ক: ইডেন টেস্ট চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।কারণ, ভারত-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টই এই দেশের মাটিতে আড়াইশো টেস্ট। এবার সেই টেস্ট আরও একটি কারণে থেকে যাবে রেকর্ডের খাতায়। এই টেস্টে এমন একটি জিনিস হল, যা এর আগে ভারতে আয়োজিত ২৪৯টি টেস্টে কখনও হয়নি। ভাবছেন, কী সেটা?

আরও পড়ুন ধোনি, ফারুখ ইঞ্জিনিয়ারদের সঙ্গে একাসনে ঋদ্ধিমান সাহা

সেটা হল, এই টেস্টে আপাতত ভারত দুই ইনিংসেই ব্যাট করে ফেলেছে। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ব্যাট করা হয়ে গিয়েছে। আর দ্বিতীয় ইনিংসে এই লেখা পর্যন্ত তাদের মাত্র তিনটে উইকেট পড়েছে। এখনও সাতটি উইকেট হাতে রয়েছে কিউয়িদের। তারই মধ্যে ইডেন টেস্টে ১৪টি এলবিডব্লু আউট দিয়েছেন আম্পায়াররা! হ্যাঁ, ভারতে আয়োজিত এর আগের ২৪৯ টি টেস্টে কখনও ১৩টির বেশি এলবিডব্লু আউট হয়নি! তাহলেই বুঝুন, আম্পায়ারদের এই টেস্টে কতবার আউটের জন্য আঙুল তুলতে হল।

আরও পড়ুন  তৃতীয় আইএসএলের শুরুটা ভাল হল না প্রথমবারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো দি কলকাতার

.