জাতীয় দলের মহিলা ক্রিকেটারকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব!

বেঙ্গালুরুতে NCA তে রিকোভারি সেশনের সময় এই প্রস্তাব পান।

Updated By: Sep 17, 2019, 01:07 PM IST
জাতীয় দলের মহিলা ক্রিকেটারকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব!

নিজস্ব প্রতিবেদন: ভারতীয় ক্রিকেটে ফের গড়াপেটার ছায়া! গড়াপেটার কালো ছায়া এবার মহিলা ক্রিকেটে। জুয়াড়িদের নজরে এবার জাতীয় দলের এক মহিলা ক্রিকেটার। অভিযোগ ফেব্রুয়ারি মাসে ভারতে ভারত-ইংল্যান্ড সিরিজ চলাকালীন এই প্রস্তাব দেওয়া হয় ওই ক্রিকেটারকে। গোটা বিষয়টি বোর্ডের দুর্নীতি দমন শাখার কাছে জানায়। এমনকী ওই ক্রিকেটারের অভিযোগের ভিত্তিতে দুজনের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখা।

BCCI এর দুর্নীতি দমন শাখার প্রধান অজিত সিংহ শেখাওয়াত সংবাদ সংস্থাকে জানান, " যেহেতু ওই ক্রিকেটারটি জাতীয় দলের সদস্য ও আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছে, তাই আইসিসিও এই নিয়ে তদন্ত করে। যারা তাঁকে গড়াপেটার প্রস্তাব দিয়েছিল, তাদের সতর্কও করেছে আইসিসি। "

আরও পড়ুন - এ যাত্রায় রেহাই পেলেন দীনেশ কার্তিক!

জানা গিয়েছে, ওই ক্রিকেটার বেঙ্গালুরুতে NCA তে রিকোভারি সেশনের সময় এই প্রস্তাব পান। এমনকী এক জুয়াড়ির সঙ্গে ক্রিকেটারের টেলিফোনের সমস্ত কথাবার্তার অডিও রেকর্ডও পাওয়া গিয়েছে। সোমবারই বেঙ্গালুরু পুলিসের কাছে রাকেশ বাফনা এবং জিতেন্দ্র কোঠারির বিরুদ্ধে FIR দায়ের হয়েছে।

 

.