নিজস্ব প্রতিবেদন- বিরাট কোহলি, এমএস ধোনিরা অনেক আগে থেকেই আবেদন করে আসছেন। কিন্তু এতদিন পর্যন্ত বিসিসিআই-এর সিওএ কমিটি ব্যাপারটা নিয়ে কোনও সদুত্তর দেয়নি। বিশ্বকাপের আগে কোহলিদের দাবি মেনে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ধোনি-কোহলিরা বিশ্বকাপের সময় স্ত্রী-সন্তানদের সঙ্গে রাখতে পারবেন। বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটারদের চাপমুক্ত রাখতেই এমন সিদ্ধান্ত। তবে এক্ষেত্রে কিছু বাধ্য-বাধকতা থাকছে। মূলত রাউন্ড রবিন লিগ চলাকালীন স্ত্রী-সন্তানদের কাছে রাখতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা। নক-আউট পর্ব শুরু হলে অনুষ্কা শর্মা, সাক্ষী ধোনিদের দেশে ফিরে আসতে হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ''এটা আইপিএল হচ্ছে নাকি পাড়ার ক্রিকেট?''



আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে বসছে বিশ্বকাপের আসর। ৫ জুন প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে ভারতীয় দল। লম্বা বিদেশ সফরে পরিবারকে সঙ্গে রাখার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন কোহলিরা। ভারতীয় ক্রিকেটারদের সেই আবেদনে গত বছর সাড়া দেয়নি সিওএ। এবার ফের বিশ্বকাপ চলাকালীন স্ত্রী-সন্তানদের কাছে রাখার জন্য আবেদন করেন ভারতীয় ক্রিকেটাররা। অবশেষে কোহলিদের আবেদনে সাড়া দিল বোর্ডের সিওএ কমিটি। বিনোদ রাইয়ের কমিটির তরফে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট চলাকালীন ক্রিকেটারদের চাপমুক্ত রাখাটাও বড় ব্যাপার। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আরও পড়ুন-  ছলনা করে সেদিন বাটলারকে আউট করেছিলেন অশ্বিন, ঘটনার ব্যাখ্যা দিল এমসিসি


আইপিএল শেষ হওয়ার ১০ দিন পর ইংল্যান্ডে উড়ে যাবে ভারতীয় দল। তার পর অন্তত দুই সপ্তাহ পর ধোনি-কোহলির স্ত্রীরা ইংল্যান্ডে যাওয়ার অনুমতি পাবেন।