জাতীয় দলে বেঙ্গালুরু এফ সি ফুটবলারদের ছড়াছড়ি

জাতীয় দলে বেঙ্গালুরু এফ সি ফুটবলারদের ছড়াছড়ি। লাওসের বিরুদ্ধে ম্যাচের জন্য সোমবার কুড়ি সদস্যের জাতীয় দল ঘোষণা করলেন কোচ স্টিভেন কনস্ট্যানটাইন। সেখানে জায়গা পেয়েছেন আই লিগ চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর সাত ফুটবলার। ইস্টবেঙ্গলের নারায়ণ দাস,অর্ণব মন্ডল আর মহম্মদ রফিক রয়েছেন চূড়ান্ত দলে। ফেডকাপ চ্যাম্পিয়ন মোহনবাগানের প্রীতম কোটাল আর জেজে আছেন দলে। চোটের জন্য প্রণয় হালদার,কেভিন লোবো,অগাস্টিন আর ধনপাল গণেশের মত ফুটবলার লাওস যেতে পারছেন না। নতুন মুখ হিসাবে জায়গা পেয়েছেন লাজংয়ের চিঙ্গেলসেনা সিং,স্পোর্টিংয়ের ফুলগানো কার্ডোজো। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রথম লেগে দোসরা জুন লাওসের মুখোমুখি হবে ভারত। জাতীয় কোচ কনস্ট্যানটাইন জানাচ্ছেন বৃহস্পতিবারের ম্যাচ তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ফুটবলারের অভাবে শিবিরে নিজেদের মধ্যে সেভাবে প্রস্তুতি ম্যাচই খেলাতে পারেননি জাতীয় কোচ। তাই শিবিরে ফিটনেস বাড়ানোর দিকেই বেশি জোর দেওয়া হয়েছিল।

Updated By: May 30, 2016, 10:14 PM IST
 জাতীয় দলে বেঙ্গালুরু এফ সি ফুটবলারদের ছড়াছড়ি

ওয়েব ডেস্ক: জাতীয় দলে বেঙ্গালুরু এফ সি ফুটবলারদের ছড়াছড়ি। লাওসের বিরুদ্ধে ম্যাচের জন্য সোমবার কুড়ি সদস্যের জাতীয় দল ঘোষণা করলেন কোচ স্টিভেন কনস্ট্যানটাইন। সেখানে জায়গা পেয়েছেন আই লিগ চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর সাত ফুটবলার। ইস্টবেঙ্গলের নারায়ণ দাস,অর্ণব মন্ডল আর মহম্মদ রফিক রয়েছেন চূড়ান্ত দলে। ফেডকাপ চ্যাম্পিয়ন মোহনবাগানের প্রীতম কোটাল আর জেজে আছেন দলে। চোটের জন্য প্রণয় হালদার,কেভিন লোবো,অগাস্টিন আর ধনপাল গণেশের মত ফুটবলার লাওস যেতে পারছেন না। নতুন মুখ হিসাবে জায়গা পেয়েছেন লাজংয়ের চিঙ্গেলসেনা সিং,স্পোর্টিংয়ের ফুলগানো কার্ডোজো। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রথম লেগে দোসরা জুন লাওসের মুখোমুখি হবে ভারত। জাতীয় কোচ কনস্ট্যানটাইন জানাচ্ছেন বৃহস্পতিবারের ম্যাচ তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ফুটবলারের অভাবে শিবিরে নিজেদের মধ্যে সেভাবে প্রস্তুতি ম্যাচই খেলাতে পারেননি জাতীয় কোচ। তাই শিবিরে ফিটনেস বাড়ানোর দিকেই বেশি জোর দেওয়া হয়েছিল।

.