Indian Football Team: ১৫ বছর পর জাতীয় শিবির কলকাতায়, শুরুতেই নেই সুনীল সহ ১৩

ফুটবল পাগল শহর কলকাতায় ১৫ বছর পর ফের বসছে জাতীয় শিবির। 

Updated By: Aug 9, 2021, 07:21 PM IST
Indian Football Team: ১৫ বছর পর জাতীয় শিবির কলকাতায়, শুরুতেই নেই সুনীল সহ ১৩

নিজস্ব প্রতিবেদন: আগামী সেপ্টেম্বরে ইগর স্টিম্যাচের (Igor Stimac) শিষ্যরা বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবেন। প্রস্তুতির জন্য চলতি মাসের ১৫ অগাস্ট থেকে কলকাতায় জাতীয় শিবির করছে ব্লু টাইগার্স। ১৬ অগাস্ট থেকে ট্রেনিং শুরু করবে ভারতীয় ফুটবল দল। 

ফুটবল পাগল শহর কলকাতায় ১৫ বছর পর ফের বসছে জাতীয় শিবির। শেষবার হয়েছিল ২০০৬ সালে। ফিফা বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে খেলার আগে সেবার কলকাতায় ক্যাম্প হয়েছিল।

আরও পড়ুন: দেখুন ভিডিয়ো: দেশে ফিরে আবেগের সুনামিতে ভাসলেন Neeraj Chopra ও Bajrang Punia

করোনা পরিস্থিতিতে সুনীলরা থাকবেন নিরাপদ বায়ো বাবলে, নিয়মিত করোনা পরীক্ষাও হবে দলের। স্টিম্যাচ এই শিবিরের জন্য ২৩ জন ফুটবলারকে প্রথমে বেছে নিয়েছিলেন। কিন্তু শুরুতে তিনি এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ও বেঙ্গালুরু এফসি মিলিয়ে (Bengaluru FC) ১৩ জন ফুটবলারকে পাবেন না। কারণ এই দুই দলের ফুটবলাররা মলদ্বীপে এএফসি কাপ (AFC Cup) খেলবে। খেলা শেষ হলেই ফুটবলাররা শিবিরে যোগ দেবেন।

যাঁরা এএফসি খেলতে যাচ্ছেন

গোলকিপার: অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু
ডিফেন্ডার: প্রীতম কোটাল, আশুতোষ মেহতা, সন্দেশ ঝিঙ্গন ও শুভাশিস বসু
মিডফিল্ডার: উদান্ত সিং, প্রণয় হালদাক, সুরেশ সিং ও আশিক কুরুনিয়ান
ফরোয়ার্ড: লিস্টন কোলাসো, মণবীর সিং ও সুনীল ছেত্রী

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.