ফুটবল বিশ্বকাপের মঞ্চে প্রথমবার বাজল ভারতের জাতীয় সঙ্গীত

Updated By: Oct 8, 2017, 12:06 PM IST
ফুটবল বিশ্বকাপের মঞ্চে প্রথমবার বাজল ভারতের জাতীয় সঙ্গীত

ওয়েব ডেস্ক: শুক্রবার রাত যেন স্বপ্নপূরণের রাত। ফিফার মঞ্চে প্রথমবার বাজল ভারতের জাতীয় সঙ্গীত। বিশ্বকাপ খেলার স্বপ্নপূরণ হল একশো পঁচিশ কোটির ভারতের। অতীতে বিশ্বকাপ হলে ভারতবাসী হয়ে গেছে বিভিন্ন দেশের সমর্থক। আর শোনা গেছে আক্ষেপ। কবে যে আমাদের দেশ খেলবে বিশ্বফুটবলের সেরা মঞ্চে। শুক্রবার থেকে সেটা আর বলতে হবে না। শুক্রবার যুব বিশ্বকাপে ভারত বনাম ইউএসএ ম্যাচ তাই ইতিহাসে জায়গা করে নিল।

আরও পড়ুন জানেন দু'বছরে অনূর্ধ্ব-১৭ ভারতীয় দলের জন্য কত টাকা খরচ হয়েছে?

জহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচের আগে দুদলের ফুটবলারদের সঙ্গে হ্যান্ডসেক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউএসএস-র জাতীয় সঙ্গীত বাজার পর শুরু হয় জনগন মন অধি..স্টেডিয়ামে উপস্থিত সবার গলায় তখন জাতীয় সঙ্গীত। আবেগে তখন অনেকেরই চোখে জল। অমরজিত,অভিজিতদের হাত ধরে শেষপর্যন্ত বিশ্বকাপটা খেলা হয়ে গেল ব্লু ব্রিগেডের।

আরও পড়ুন  প্রয়াত বাবার জন্য বিশ্বকাপ জিততে চান মিতাই

.