জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (PM Manmohan Singh) বৃহস্পতিবার রাত ৯ টা ৫১ নাগাদ দিল্লি এইমস্ হাসপাতালে মারা যান। তাঁকে বিনম্রশ্রদ্ধা জানাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় খেলোয়াড়রা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) পরেন কালো আর্মব্যান্ড। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Mohun Bagan: রডরিগেজের জোড়া গোলে পিছিয়ে পড়েও কামব্যাক! ফের জয়ের সরণীতে মোহনবাগান!


 "বৃহস্পতিবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড: মনমোহন সিং -এর প্রয়াণে তাঁকে শ্রদ্ধা জানাতে শ্রদ্ধার প্রতীক হিসাবে ভারতীয় ক্রিকেট দল কালো বাহুবন্ধনী পরেছে সকলে," ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) একটি পোস্টে এই বার্তা দিয়েছে।


কিছু শারিরীক সমস্যার কারণে ৯২ বছর বয়সে দিল্লি এইমস্ (AIMS) হাসপাতালে মারা যান আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী। বাড়িতেই তিনি হঠাৎ চেতনা হারান, তৎক্ষনাৎ তাঁকে ভর্তি করা হয় এইমস্ হাসপাতালে এবং সেখানেই তিনি মারা যান। 


এইমস্ থেকে এক বিবৃতিতে জানিয়েছে, "গভীর শোকের সাঙ্গে আমরা জানাচ্ছি, প্রাক্তন প্রধানমন্ত্রী ডা: মনমোহন সিং, ৯২ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে।  তিনি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে চিকিৎসা নিচ্ছিলেন এবং ২০২৪ সালের ২৬ ডিসেম্বর বাড়িতে হঠাৎ চেতনা হারিয়েছিলেন।  বাড়িতেই তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। তাকে রাত ৮ টা নাগাদ নয়াদিল্লির এইমস্ মেডিকেলে ইমার্জেন্সিতে আনা হয়। সমস্তরকম প্রচেষ্টা করা সত্ত্বেও, তাকে বাঁচানো সম্ভব হয়নি, রাত ৯ টা বেজে ৫১ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।"


আরও পড়ুন: VIRAL VIDEO | Mohammed Siraj: সিরাজের তুকতাকেই কিস্তিমাত, 'বশীভূত' অজিরা আউট হচ্ছেন বারবার! ঝড় তুলল ভিডিয়ো...


ওনার চলে যাওয়াতে প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং(Yuvraj Singh), শিখর ধাওয়ান (Shikhar Dhawan), হরভজন সিং (Harbhajan Singh), ইরফান পাঠান ( Irfan Pathan), গৌতম গম্ভীর (Gautam Gambhir), সুরেশ রায়না (Suresh Raina) এবং ভিভিএস লক্ষণ (VVS Laxman) তাঁকে শ্রদ্ধা জানাতে স্যোশাল মিডিয়ায় তাঁর নেতৃত্ব এবং ভারতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে প্রশংসা করেছেন।


মনমোহন সিং জন্মেছিলেন ১৯৩২ সালে পঞ্জাবে। তিনি প্রধানমন্ত্রী ছিলেন ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত। তিনি প্রথম শপথ গ্রহণ করেছিলেন ২০০৪ সালে, সেই বছর কংগ্রেসর বিরোধীতা করেছিলেন এনডিএ-র অটল বিহারী বাজপায়ী। দ্বিতীয়বার শপথ গ্রহণ করেছিলেন ২০০৯ সালে। তিনি ৩৩ বছর ক্ষমতায় থাকার পর এই বছরের শুরুতে রাজ্যসভা থেকে অবসর গ্রহণ করেন


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)