Mohun Bagan: রডরিগেজের জোড়া গোলে পিছিয়ে পড়েও কামব্যাক! ফের জয়ের সরণীতে মোহনবাগান!

Mohun Bagan: বছর শেষে অ্যাওয়ে ম্যাচে পঞ্জাব-বধ।      

Updated By: Dec 26, 2024, 11:50 PM IST
Mohun Bagan: রডরিগেজের জোড়া গোলে পিছিয়ে পড়েও কামব্যাক! ফের জয়ের সরণীতে মোহনবাগান!

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আইএসএলে ফের জয়ের সরণীতে মোহনবাগান। পিছিয়ে পড়েও কামব্যাক! অ্যাওয়ে ম্যাচে পঞ্জাবকে হারিয়ে বছর শেষ করলেন মোলিনা ছেলেরা।

আরও পড়ুন:  VIRAL VIDEO | Mohammed Siraj: সিরাজের তুকতাকেই কিস্তিমাত, 'বশীভূত' অজিরা আউট হচ্ছেন বারবার! ঝড় তুলল ভিডিয়ো...

আইএসএলে টানা ৮ ম্যাচে জয়। । ৮৩ দিন দিন অপরাজিত ছিল মোহনবাগান। এরপর গোয়ার বিরুদ্ধে ছন্দপতন! ২-১ গোলে হেরে যায় সবুজ-মেরুন। পঞ্জাবের বিরুদ্ধে কী হবে? এদিন ম্য়াচের ১২ মিনিটেই পিছিয়ে পড়ে মোহনবাগান। সবুজ-মেরুনের ডিফেন্স চিড়ে একা বল নিয়ে এগিয়ে গিয়ে দুরন্ত গোল করেন রিকি সাবং। সেই গোল আর শোধ হয়নি প্রথমার্ধে।

খেলা ঘুরে যায় দ্বিতীয়ার্ধে।  আলবার্তো রডরিগেজের গোলে সমতায় ফেরে মোহনবাগান। ম্যাচের শেষ গোলটিও তাঁরই। মাঝে পেনাল্টি থেকে গোল করে  দলকে এগিয়ে দেন ম্যাকলারেন। চোটের জন্য় প্রথম এগারোয় ছিলেন না ৩ তারকা গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেত্রাতোস, আশিক কুরুনিয়ান। কিন্তু রিজার্ভ বেঞ্চও খেলোয়াড়দের নামিয়েই তিন পয়েন্ট ঘরে তুলে নিলেন মোলিনা। ধরে রাখলেন লিগ তালিকার শীর্ষস্থানটিও।  ২ নম্বরে থাকা বেঙ্গালুরুর (২৪) সঙ্গে ব্যবধানও বাড়ল।

আরও পড়ুন: WATCH | ICC Champions Trophy 2025: 'নিরক্ষর পাকিস্তানিদের হাতে বিশ্বকাপের ললিপপ ধরানো হয়েছে'...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.