নিজস্ব প্রতিবেদন : বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে টি-২০ স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। বিশ্রামে গেলেন কোহলি। দলে এলেন সঞ্জু স্যামসন। টি-২০ সিরিজে বিরাট কোহলি বিশ্রামে যাওয়ায় অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্য়ান্স করার পুরস্কার পেলেন সঞ্জু স্য়ামসন। বিজয় হাজারে ট্রফিতে ২১২ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন সঞ্জু। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-২০ স্কোয়াডে সুযোগ পেলেন তিনি। কোমরের চোটের জন্য ছিটকে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। তাঁর জায়গায় টি-২০ স্কোয়াডে জায়গা পেয়েছেন শিবম দুবে। টেস্ট দলে তেমন কোনও পরিবর্তন হয়নি।  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল প্রায় অপরিবর্তিত রাখা হল। রাঁচি টেস্টের আগে কুলদীপ যাদবের চোট থাকায় দলে সুযোগ পেয়েছিলেন শাহবাজ নাদিম। কুলদীপ চোট সারিয়ে দলে ফিরেছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  গোলাপি বলে ভারতীয় দল প্রথম টেস্ট খেলতে পারে ইডেনে! ম্যাচ হবে দিন-রাতের


টি-২০ স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, মণীশ পান্ডে, ঋষভ পন্থ (কিপার), ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, শিবম দুবে, শার্দুল ঠাকুর।


টেস্ট স্কোয়াড- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পুজারা, অজিঙ্ক রাহানে, হানুমা বিহারি, ঋদ্ধিমান সাহা (কিপার), রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমান গিল, ঋষভ পন্থ।