নিজস্ব প্রতিবেদন: ভারতের পঞ্চম মহিলা ক্রিকেটার হিসেবে মহিলাদের বিগ ব্যাশে (WBBL) খেলবেন রিচা ঘোষ (Richa Ghosh)। হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, শেফালি বর্মা, রাধা যাদবের পরে এ বার মহিলাদের বিগ ব্যাশে নাম লেখালেন বঙ্গ তনয়া রিচা। শিলিগুড়ির ১৭ বছরের এই মেয়েটি হোবার্ট হ্যারিকেনসে (Hobart Hurricanes) সই করলেন। অন্যদিকে স্মৃতি ও দীপ্তি গতবারের বিজয়ী সিডনি থান্ডারের হয়ে খেলবেন। শেফালি ও রাধা খেলবেন সিডনি সিক্সার্সে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ব্যাটিং ও উইকেটকিপিং করে নজর কেড়েছিলেন রিচা। তারপরেই এল সুযোগ। মিতালি রাজের দল ২-১ ব্যবধানে হারলেও ভাল পারফরম্যান্স করেন রিচা। প্রথম একদিনের ম্যাচে ২৯ বলে ৩২ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে আবার ৫০ বলে ৪৪ করে ভারতকে ২৭৪ রানে পৌঁছতে সাহায্য করেছিলেন। 


আরও পড়ুন: IPL 2021: এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়ে কথা বললেন মহম্মদ শামি


মূলত ডাকাবুকো মানসিকতা ও দ্রুত রান তোলার দক্ষতার জন্যই তাঁকে হোবার্ট হ্যারিকেনস সই করিয়েছে।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)