ওয়েস্ট ইন্ডিজ বোর্ড সভাপতি একাদশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে কে কেমন খেললেন
সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড সভাপতি একাদশের বিরুদ্ধে অমীমাংসিত ম্যাচে অশ্বিন ছাড়া নজর কাড়তে ব্যর্থ ভারতীয় বোলাররা। একমাত্র ভারতের এই অফস্পিনার দুই ইনিংসেই বল হাতে ভেল্কি দেখিয়েছেন। প্রথম ইনিংসের মতন দ্বিতীয় ইনিংসেও তিন উইকেট পেয়েছেন অশ্বিন। প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা তিনটি উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে তেমন নজর কাড়তে পারেননি। পেয়েছেন মাত্র একটি উইকেট।
ওয়েব ডেস্ক: সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড সভাপতি একাদশের বিরুদ্ধে অমীমাংসিত ম্যাচে অশ্বিন ছাড়া নজর কাড়তে ব্যর্থ ভারতীয় বোলাররা। একমাত্র ভারতের এই অফস্পিনার দুই ইনিংসেই বল হাতে ভেল্কি দেখিয়েছেন। প্রথম ইনিংসের মতন দ্বিতীয় ইনিংসেও তিন উইকেট পেয়েছেন অশ্বিন। প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা তিনটি উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে তেমন নজর কাড়তে পারেননি। পেয়েছেন মাত্র একটি উইকেট।
আরও পড়ুন সানিয়া আপনার মারা, গালে এই থাপ্পড়টা চিরকাল মনে রাখব
পেস বিভাগেও মহম্মদ সামি,শার্দুল ঠাকুররাও তেমন সাফল্য পাননি। সামি একটি উইকেট পেলেও শার্দুল কোনও উইকেট পাননি দ্বিতীয় ইনিংসে।
আরও পড়ুন রূপকথার রাজা রোনাল্ডোর গল্প যেভাবে বুড়ো বয়সে নাতিদের কাছে করবেন