CWG 2022 | Sushila Devi: ভারতের ঝুলিতে ফের পদক ; জুডোয় রুপো, কমনওয়েলথে নজির গড়লেন সুশীলা দেবী

২০১৪ সালে গোল্ড কোস্টে আয়োজিত কমনওয়েলথে পদক জিতেছিলেন তিনি। 

Updated By: Aug 2, 2022, 12:35 PM IST
CWG 2022 | Sushila Devi: ভারতের ঝুলিতে ফের পদক ; জুডোয় রুপো, কমনওয়েলথে নজির গড়লেন সুশীলা দেবী
সুশীলা লিখতে চলেছেন ইতিহাস

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  জোড়া পদক জয়! কমনওয়েলথ গেমসে নজির গড়লেন ভারতের জুডোকা সুশীলা দেবী (Sushila Devi)। জুডোয় ৪৮ কেজি বিভাগে রুপো জিতলেন বছর সাতাশের মণিপুরি কন্যা। ভারতের ঝুলিতে এল আরও একটি পদক। 

সোমবার মহিলাদের ৪৮ কেজির সেমিফাইনালে নেমেছিলেন সুশীলা। ২০১৯ সালে দক্ষিণ এশিয়ান গেমসে সোনা জয়ী মরিশাসের প্রিসসিলা মোরান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন। ফলে পদক জয় নিশ্চিতই ছিল। কিন্তু সোনা এল না। ফাইনালে হা়ড্ডাহাড্ডি লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার মিকায়েলা হোয়াইটবুইয়ের কাছে হার মানলেন সুশীলা। এর আগে, ২০১৪ সালে গ্লাসগোতে আয়োজিত কমনওয়েলথে জুডোতে রুপো জিতেছিলেন সুশীলা দেবী (Sushila Devi)।  এবারও ফের সেই রুপোই জিতলেন তিনি। যে কৃতিত্ব ভারতের আর কোনও জুডো খেলোয়াড়ের নেই।

আরও পড়ুন: Sanket Sargar: ভারতে ফিরছেন না সঙ্কেত! ব্রিটিশভূমেই থাকছেন তিনি, কিন্তু কেন?

দেখতে গেলে ভারোত্তোলনের হাত ধরেই ভারতের ৬ পদক চলে এসেছে। বার্মিংহ্যামে ভারতের হয়ে পদকের খাতা খুলেছিলেন সঙ্কেত সরগর। ৫৫ কেজি বিভাগে রেকর্ড গড়ে রুপো জেতেন তিনি। এরপর ৬১ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ এনে দেন গুরুরাজা পূজারি । এরপরই ৪৯ কেজি বিভাগে টোকিও অলিম্পিক্সের রূপো জয়ী মীরাবাই জেতেন সোনা। দেশকে চতুর্থ পদক এনে দেন বিন্দিয়ারানী দেবী। ৫৫ কেজি বিভাগে রুপো জেতেন তিনি। গতকাল রাতেই বাংলার ছেলে অচিন্ত্য শিউলির হাত ধরে ষষ্ঠ পদক এসেছে ভারতের। বাংলার ছেলে ভারোত্তোলনের ৭৩ কেজি বিভাগে সোনা জিতে শুধু রাজ্যেরই নয়, দেশের নামও উজ্জ্বল করেছেন। ভারতের পারফরম্যান্স এখনও পর্যন্ত বেশ সন্তোষজনক। 

আরও পড়ুন: Pat Cummins | Becky Boston : 'জাস্ট ম্যারেড' লিখে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করলেন অজি অধিনায়ক

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.