নিজস্ব প্রতিবেদন: অধিনায়ক হিসেবে তিনি ফর্ম হারানো বিরাট কোহলির (Virat Kohli) পাশে আবার দাঁড়ালেন। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু অবাক করে দেওয়ার মতো বিষয় হল, ছন্দহীন কোহলির খারাপ ব্যাটিং নিয়ে প্রশ্ন করা হলে উল্টে ক্রীড়া সাংবাদিকদের দিকেই আঙুল তুলে ক্ষোভ উগরে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ১৬ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ওয়েস্ট ইন্ডিজের (INDvsWI) বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে টিম ইন্ডিয়া (Team India)। এর আগে মঙ্গলবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে নজিরবিহীনভাবে দেশের ক্রীড়া সাংবাদিকদের কাঠগড়ায় দাঁড় করিয়ে সাংবাদিকতা শেখালেন 'হিট ম্যান।'   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'কোহলির খারাপ ফর্ম কাটানোর জন্য হেড কোচ রাহুল দ্রাবিড় ও আপনি কী উদ্যোগ নিচ্ছেন?' এই প্রশ্ন শুনেই মেজাজ হারান রোহিত। তিনি সটান বলে ওঠেন, "আমার ধারণা সবকিছু আপনাদের (পড়ুন ক্রীড়া সাংবাদিকদের) তরফ থেকে শুরু হয়েছে। আপনার চুপ করে গেলে সবাই থেমে যাবে।" এরপরেই দলের অধিনায়ক ফের যোগ করেন, "বিরাট ১০ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে যুক্ত। বড় রান না পেলেও বিরাট একদম ভাল আছে। এতগুলো বছর ধরে আন্তর্জাতিক পর্যায়ে সম্মানের সঙ্গে খেলার সুবাদে বিরাট চাপ কাটিয়ে বেরিয়ে আসতে জানে। সেটা অতীতেও আমরা দেখেছি। তাই আমার মতে এ বার আপনাদের চুপ করে যাওয়া উচিত। আপনারা এই অহেতুক চর্চা বন্ধ করলে সবকিছু ঠিক হয়ে যাবে।" 


আরও পড়ুন: IPL Auction 2022: Ishan Kishan,Deepak Chahar থেকে Shreyas Iyer, ছবিতে দেখে নিন ১০ কোটি ছোঁয়া ১১ 'বড় লোক' ক্রিকেটারের তালিকা


আরও পড়ুন: INDvsWI: Virat Kohli-র লাগাতার খারাপ ব্যাটিংয়ের সাফাই দিয়ে একঘেয়ে রেকর্ড বাজালেন Vikram Rathour


গত তিনটি একদিনের ম্যাচে ৮.৬ গড় নিয়ে মাত্র ২৬ রান করেছেন কোহলি। ২০১৯ সালে শেষ বার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে লাগাতার দুই ম্যাচে শতরান করেছিলেন। এরপর থেকে তিনি ১০টি অর্ধ শতরান করলেও, শতরান আসেনি। এরমধ্যে গত ১২ মাসে নয়টি একদিনের ম্যাচে মাত্র ২৭১ রান করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। 



এর আগে সোমবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর একঘেয়ে রেকর্ড বাজিয়ে গিয়েছিলেন। এ বার রোহিত দিলেন সাংবাদিকতার শিক্ষা!এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ফের জুড়ে দেন, "আপনাদের মনে কি মনে হয় বিরাট কোহলির আত্মবিশ্বাস কমে গিয়েছে? যদি কোহলি আত্মবিশ্বাস হারায় তাহলে কীভাবে লড়াই করবে বলতে পারেন? আমি জানি ওর ব্যাট থেকে অনেকদিন শতরান আসেনি। কিন্তু গত দুই বছর সব ফরম্যাটে ও একাধিক অর্ধ শতরান করেছে। সেটা তো দেখলেন না? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট দুটি অর্ধ শতরান করেছিল। তাও আবার তিনটি ম্যাচের মধ্যে। এগুলো কিন্তু মনে রাখা উচিত।" 


২০১৯ সালে এই ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে তিনি শতরান করেছিলেন। এর আগে সেই বছর এই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে জোড়া শতরান করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এ বার কি সেই ইডেনে বাইশ গজে 'কিং কোহলি' নিজেকে ফিরে পাবেন? 


উত্তর মিলবে আগামী কয়েক ঘণ্টার মধ্যে। 


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App