INDvsWI: Virat Kohli-র লাগাতার খারাপ ব্যাটিংয়ের সাফাই দিয়ে একঘেয়ে রেকর্ড বাজালেন Vikram Rathour
'শাক দিয়ে মাছ ঢাকা'!
নিজস্ব প্রতিবেদন: একদিনের সিরিজে দুর্বল ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা হয়ে গিয়েছে। এ বার টি-টোয়েন্টি ফরম্যাটে ক্যারবিয়ানদের উড়িয়ে দেওয়ার পালা। পুরো দায়িত্ব নেওয়ার পর রোহিত শর্মার অভিষেক ভালই হয়েছে। তবে একইসঙ্গে চিন্তা রয়ে যাচ্ছে বিরাট কোহলির খারাপ ফর্ম নিয়ে। যদিও ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের দাবি তিনি কিংবা টিম ইন্ডিয়ার কোনও সদস্য দলের প্রাক্তন অধিনায়কের ছন্দ হারানো নিয়ে চিন্তিত নন।
ইতিমধ্যেই কলকাতায় পা রেখেছেন ঋষভ পন্থ-শ্রেয়স আইয়াররা। ১৬ ফেব্রুয়ারি ফাঁকা ইডেনে খেলতে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে 'হিট ম্যান'-এর ভারত। এর আগে সোমবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে বিক্রম রাঠৌর সেই একঘেয়ে রেকর্ড বাজিয়ে গেলেন! কোহলির খেই হারানো নিয়ে প্রশ্ন উঠলে রাঠৌর বলেন, "আমার মনে হয় না বিরাট খারাপ ছন্দে রয়েছে। এটা ঠিক যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজটা কোহলির জন্য খারাপ গিয়েছে। তবে সেই ইনিংসগুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়নি।"
আরও পড়ুন: IPL Auction 2022: Suresh Raina থেকে Steve Smith, Shakib থেকে Eoin Morgan, ১০ 'আনসোল্ড' ক্রিকেটার
গত তিনটি একদিনের ম্যাচে ৮.৬ গড় নিয়ে মাত্র ২৬ রান করেছেন কোহলি। ২০১৯ সালে শেষ বার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে লাগাতার দুই ম্যাচে শতরান করেছিলেন। এরপর থেকে তিনি ১০টি অর্ধ শতরান করলেও, শতরান আসেনি। এরমধ্যে গত ১২ মাসে নয়টি একদিনের ম্যাচে মাত্র ২৭১ রান করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
যদিও দলের ব্যাটিং কোচ শাক দিয়ে মাছ ঢাকার ভঙ্গিতে বলেন, "বিরাট নেটে দারুণ ব্যাট করছে। কোথাও সমস্যা নেই। আমরা সবাই ওর একটা বড় ইনিংস দেখার অপেক্ষায় রয়েছি।"
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দল ল্যাজেগোবরে হয়ে লিগ পর্ব থেকে বিদায় নিয়েছিল। তবে রাঠৌরের দাবি রোহিতের নেতৃত্বে দল ভাল পারফরম্যান্স করবে।