নিজস্ব প্রতিবেদন: পূর্ণ দায়িত্ব নেওয়ার পর এই নিয়ে ঘরের মাঠে তৃতীয় সিরিজ জিতলেন রোহিত শর্মা। তবে এই ম্যাচ জিতলেও দলের ফিল্ডিং ও ক্যাচ ফস্কানোর বহর দেখে খুশি নন জাতীয় দলের নতুন নেতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাচের শেষে রোহিত বলেন, “আমাদের ফিল্ডিং মাঝেমধ্যেই সাধারণ মানের হচ্ছে। সেটা নিয়ে আমি হতাশ। আমরা যদি ওই ক্যাচগুলো নিতে পারতাম তাহলে আমরা আর ও ভাল জায়গায় থাকতাম। সামনের দিকে এগিয়ে চলার ক্ষেত্রে এইসব ভুলভ্রান্তি গুলো আমরা যতটা সম্ভব কমাতে চাই‌।“



দ্বিতীয় ম্যাচে ভারত ৮ রানে জিতলেও একটা সময় মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সমতা ফিরিয়ে দেবে। ভারতের রান তাড়া করতে গিয়ে ১৮ ওভার পর্যন্ত ম্যাচটা ক্যারবিয়ানদের হাতে ছিল। তৃতীয় উইকেটে নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়েল মাত্র ৬০ বলে ১০০ রান যোগ করে ম্যাচটা জিতিয়েই দিচ্ছিলেন। ভারত হেরে গেলে অবধারিতভাবে গত ম্যাচের সেরা রবি বিশ্নোই ও অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারকে ভিলেনবানিয়ে দেওয়া হত।



ক্যারিবিয়ান ইনিংসের ৯.১ ওভারের মাথায় চাহালের বলে পুরানের সহজ ক্যাচ ছাড়েন বিশ্নোই। সেই সময় ১ রানে থাকা পুরান ৪১ বলে ৬২ রান করে ১৯তম ওভারে ভুবির বলে ফিরে যান। ১৬.৫ ওভারে আবার ক্যাচ মিস। এ বার নিজের বলে পাওয়েলের ক্যাচ ফেলে দেন ভুবি। রাগে বলে লাথি মারেন রোহিত। তবে পাওয়েল ৩৬ বলে ৬৮ রানে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি।


তাই ক্যারিবিয়ান লড়াইকে বাহবা দিয়ে রোহিত ফের যোগ করেন, “যখন ওদের বিরুদ্ধে খেলতে নামলে মনে একটু ভয় থাকেই। তবুও সবশেষে বলব ম্যাচের শেষটা দুরন্ত ছিল। শুরু থেকেই আমরা জানতাম ম্যাচ জেতার বিষয়টা এতটা সহজ হবে না। আমি গর্বিত যে চাপের মধ্যেও আমরা আমাদের পরিকল্পনার বাস্তবায়িত করতে পেরেছি।“


পূর্ণ দায়িত্ব পাওয়ার পর এই নিয়ে তিনটি সিরিজ জিতলেন রোহিত। এ বার সামনে শ্রীলঙ্কা সিরিজ। এখন দেখার আসন্ন সিরিজের রোহিতের নেতৃত্বে দল কেমন পারফরম্যান্স করে।


আরও পড়ুন: INDvsSL: Virat Kohli পরবর্তী যুগে টেস্ট দলের নতুন নেতা Rohit Sharma


আরও পড়ুন: INDvsSL: বিশ্রামে Virat-Pant, ফিরলেন Ravindra Jadeja, Rohit-এর ডেপুটি Jasprit Bumrah



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)