বিরাট, রাহুল, এবি ডিভিলিয়ার্সের পর এবার চোট পেলেন সরফরাজ খান

লোকেশ রাহুল গোটা আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন। ক্যাপ্টেন বিরাট কোহলি কবে থেকে খেলবেন, তা জানা যাবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের পর। চোট রয়েছে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সেরও। এই অবস্থায় দশম আইপিএল শুরুর আগে ফের ধাক্কা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। কারণ, প্র্যাকটিসে পায়ে চোট পেয়েছেন দলের তরুণ প্রতিশ্রুতিমাণ ক্রিকেটার সরফরাজ খান।

Updated By: Apr 4, 2017, 04:41 PM IST
 বিরাট, রাহুল, এবি ডিভিলিয়ার্সের পর এবার চোট পেলেন সরফরাজ খান

ওয়েব ডেস্ক: লোকেশ রাহুল গোটা আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন। ক্যাপ্টেন বিরাট কোহলি কবে থেকে খেলবেন, তা জানা যাবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের পর। চোট রয়েছে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সেরও। এই অবস্থায় দশম আইপিএল শুরুর আগে ফের ধাক্কা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। কারণ, প্র্যাকটিসে পায়ে চোট পেয়েছেন দলের তরুণ প্রতিশ্রুতিমাণ ক্রিকেটার সরফরাজ খান।

আরও পড়ুন মরশুমের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন রবীন্দ্র জাদেজা

সরফরাজ খানকে যে প্রথম দিকের কয়েকটি ম্যাচে নাও পাওয়া যেতে পারে, সেই কথা জানিয়েছেন স্বয়ং দলের কোচ ড্যানিয়েল ভেত্তোরি। তিনি বলেছেন, 'প্র্যাকটিসে পায়ে চোট পেয়েছেন সরফরাজ খান। ওকে সম্ভাবত বেশ কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না। আমরা সেই কথা বিসিসিআইকেও জানিয়ে দিয়েছি।'

আরও পড়ুন  আইপিএলে ভালো খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান শিখর ধাওয়ান

.