ওয়েব ডেস্ক : মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের ইতিহাসের অন্যতম সফল দল। এবারও এখনও রয়েছে আইপিএল ফাইনাল খেলার সূযোগ। আজ কলকাতা নাইট রাইডার্সকে হারাতে পারলেই মুম্বই পৌঁছে যাবে ফাইনালে। আর স্বপ্ন সফল হবে তাঁর। কুলওয়ান্ত খেজরোলিয়ার। মুম্বই ইন্ডিয়ান্স মানেই তো বিশ্বের সেরা ক্রিকেটারদের দল। রোহিত শর্মার মতো প্রতিভাবান। কায়রন পোলার্ডের মতো ধ্বংসাত্মক অলরাউন্ডার। লসিথ মালিঙ্গার মতো দুর্দান্ত বোলার। হরভজন সিংয়ের মতো ক্লাস স্পিনার। শুধু তো ক্রিকেটাররাই নন। দলের সাপোর্ট স্টাফরাও যে কিংবদন্তি এক-একজন। কোচ মাহেলা জয়বর্ধনে থেকে মেন্টর সচিন তেন্ডুলকর। দলের মালিকও যে দেশের এক নম্বর ধনকুবের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন মণীশ, দলে এলেন কে জানুন


অথচ, প্রতিভা থাকলে, এমন চাঁদের হাঁটেও দিব্যি নিজেকে মানিয়ে নিতে পারে কেউ কেউ। কুলওয়ান্ত খেজরোলিয়াই যেমন। কিছুদিন আগেও গোয়ার একটি হোটেল ওয়েটারের কাজ করতেন। কিন্তু তাঁর এক বন্ধু বুঝতে পারেন, কুলওয়ান্ত চিরকাল হোটেলের ওয়াটার হওয়ার জন্য জন্মাননি। তিনিই তাঁকে ক্রিকেট খেলতে উত্সাহ দেন। কুলওয়ান্ত চলেও যান দিল্লিতে। এলবি শাস্ত্রী ক্লাবে যোগ দেন। ওখান থেকেই উঠে এসেছেন, গৌতম গম্ভীর, নীতিশ রানা, উন্মুক্ত চাঁদের মতো ক্রিকেটার। কুলওয়ান্ত অবশ্য বাড়িতে বলেন, আমেদাবাদে একটি কাজ পেয়েছেন তিনি, তাই সেখানে যাচ্ছেন। এলবি শাস্ত্রী ক্লাবে তিনি কোচ সঞ্জয় ভরদ্বাজের হাতে পড়েন। আর তারপর বদলে যায় তাঁর জীবন। আজ ২৫ বছর এই বাঁ হাতি পেসার মুম্বই ইন্ডিয়ান্স দলে খেলছেন। তার আগে দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফিতে নিয়মিত ভাল পারফর্ম করেছেন। এবারের আইপিএলে কোনও ম্যাচ খেলা হয়নি তাঁর। কিন্তু হোটেলের ওয়েটারের চাকরি করা মানুষটা যদি আইপিএলের ফাইনাল খেলা দলের সদস্য হতে পারেন, তাহলে তাঁর জীবনের গৌরব কি কম নাকি? কে বলতে পারে, এটাই হয়তো হয়ে থাকবে কুলওয়ান্তের সাফল্যের টার্নিং পয়েন্ট।



আরও পড়ুন  ওপেনিংয়ে রোহিত শর্মাকে নিয়ে চিন্তায় রয়েছেন মহম্মদ আজাহারউদ্দিন