নিজস্ব প্রতিবেদন : দুরন্ত জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করল হায়দরাবাদ। শিখর ধাওয়ানের অপরাজিত ৭৭ রানের সৌজন্যে রাজস্থানকে হেলায় হারাল তারা। ২৫ বল বাকি থাকতে ৯ উইকেটে জয় সাকিব,শিখরদের।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার উপলে ১২৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে হায়দরাবাদ। প্রথম ওভারের শেষ বলে ধবল কুলকার্নির বলে স্লিপে শিখরের ক্যাচ ফেললেন রাজস্থান অধিনায়ক আজিঙ্কে রাহানে। ম্যাচটাও বোধহয় ওখানেই হাতছাড়া হয়ে যায় তাদের। এরপর আর ফিরে তাকাতে হয়নি ধাওয়ানকে। ৫ রানে ঋদ্ধিমান সাহা ফিরে গেলেও অধিনায়ক কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে দুরন্ত জয় ছিনিয়ে নেয় হায়দরাবাদ। ধাওয়ানের দাপুটে ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়েন রাজস্থানের বোলাররা। ১৩টি চার ও ১টি ছক্কায় সাজানো শিখরের অপরাজিত ৭৭(৫৭)রানের ইনিংস। অধিনায়ক উইলিয়ামসন ৩৬(৩৫) রানে অপরাজিত থাকেন।  


আরও পড়ুন- চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাই দলের কেদার যাদব


সোমবার টস জিতে রাজস্থানকে প্রথমে ব্যাট করতে পাঠান হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। সিদ্ধার্থ কৌল, সাকিব আল হাসান ও রশিদস খানের নিয়ন্ত্রিত বোলিংয়ের বড় রান তুলতে পারেনি রাহানেরা। একমাত্র সঞ্জু স্যামসন ৪৯ রান করেন। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৫ রান তোলে রাজস্থান। সিদ্ধার্থ এবং সাকিব দু'জনেই ২টি করে উইকেট নেন।