IPL 2021: কোয়ারিন্টেই COVID-19 পজিটিভ Anrich Nortje! চাপে Delhi Capitals

কোয়ারেন্টিনে থাকাকালীনই করোনা রিপোর্ট পজিটিভ এল অ্যানরিচ নোকিয়ার। ফের দিল্লি শিবিরে ঢুকল করোনা।

Updated By: Apr 14, 2021, 04:35 PM IST
 IPL 2021: কোয়ারিন্টেই COVID-19 পজিটিভ Anrich Nortje! চাপে Delhi Capitals

নিজস্ব প্রতিবেদন: কোভিড (COVID-19) হানা দিল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) শিবিরে! কোয়ারেন্টিনে থাকাকালীনই করোনা রিপোর্ট পজিটিভ এল অ্যানরিচ নোকিয়ার (Anrich Nortje)। এমনটাই খবর সংবাদ সংস্থা এএনআই-এর। যদিও দিল্লির তরফে এখনও কোনও সরকারি বিবৃতি দিয়ে নোকিয়ার করোনার ব্যাপারে কিছু জানানো হয়নি।

গত সপ্তাহে জাতীয় দলের সতীর্থ কাগিসো রাবাদার (Kagiso Rabada) সঙ্গে মুম্বইতে চলে আসেন নোকিয়া। কিন্তু দিল্লির হয়ে প্রথম ম্যাচে এই দুই পেসারের সার্ভিস পায়নি দিল্লি! কোভিড (Covid-19) বিধি মেনে দক্ষিণ আফ্রিকার দুই তারকা ফাস্টবোলারকে বাধ্যতামূলক সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। গত ১০ এপ্রিল ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করেছিল ঋষভ পন্থের (Rishabh Pant) দিল্লি। রাবাদা-নোকিয়া নিভূতবাসে থাকার জন্যই খেলেননি। তবে এবার জানা যাচ্ছে কোয়ারেন্টিনে থাকাকালীনই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে নোকিয়ার।

আরও পড়ুন: ICC ODI Rankings: বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান Babar Azam, সিংহাসন হারালেন Virat Kohli!

গত মরসুমে রাবাদা-নোকিয়া দু'জনেই ছিলেন দুরন্ত ফর্মে। দিল্লিকে ফাইনালে তোলার নেপথ্যের অন্যতম কারিগর ছিলেন তাঁরা। রাবাদা পার্পল ক্যাপ পেয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়ে। ১৭ ম্যাচে ৩০ উইকেট পান তিনি। অন্যদিকে প্রথমবার আইপিএল খেলতে নেমেই চমকে দিয়েছিলেন নোকিয়া । ১৬ ম্যাচে ২২ উইকেট তুলে নেন তিনি। দিল্লি শিবিরে সবার আগে করোনা আক্রান্ত হয়েছিলেন অক্ষর প্যাটেল (Axar Patel) আগামিকাল দিল্লি দ্বিতীয় ম্যাচে খেলবে রাজস্থানের (RR) বিরুদ্ধে। বলাই বাহুল্য নোকিয়াকে ছাড়াই মাঠে নামবে তারা।  এখন দেখার কবে মাঠে নামতে পারেন নোকিয়া!

.