নিজস্ব প্রতিবেদন: মাত্র কয়েক দিনের ব্যবধানে তাঁর দুটি সিদ্ধান্তে ক্রিকেট বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের (WT20) পর সবচেয়ে ছোট ফরম্যাট থেকে নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর কেনই বা আরসিবি (Royal Challengers Bangalore) অধিনায়কত্ব থেকেও সরে যাচ্ছন? সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল। অবশেষে দুটি সিদ্ধান্তের কারণ জানালেন বিরাট কোহলি (Virat Kohli)। জানিয়ে দিলেন, তিনি কোনও দলের সঙ্গেই তঞ্চকতা করতে চাননি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ENGvsIND: কবে নির্ধারিত হবে Virat Kohli-Joe Root'দের টেস্ট সিরিজের ভাগ্য?


আইপিএল সম্প্রচারকারী চ্যানেলকে কোহলি বলেন, "প্রথমত কাজের চাপ একটা বিষয়। আমার উপর যে দায়িত্ব তার সঙ্গে অসততা করতে চাইনি। আমি যদি কোনও কিছুতে ১০০ শতাংশ দিতে না পারি, তা হলে সেটা আঁকড়ে পড়ে থাকার মানুষ আমি নই। জোর করে কোনও কিছু করার লোক আমি নই। এই ব্যাপারে বরাবরই আমি নিজের কাছে পরিষ্কার। তাই আমি এমন সিদ্ধান্ত নিলাম।" 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)