IPL 2021: আইপিএলের প্রস্তুতি শুরু করলেন Wriddhiman, শেয়ার করলেন ভিডিও

হায়দরাবাদ ১১ই এপ্রিল তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।

Updated By: Mar 23, 2021, 06:52 PM IST
IPL 2021: আইপিএলের প্রস্তুতি শুরু করলেন Wriddhiman, শেয়ার করলেন ভিডিও

নিজস্ব প্রতিবেদন – আইপিএলের অনুশীলনে নেমে পড়লেন বাংলার ঋদ্ধিমান সাহা। পুনেতে চলছে ভারত-ইংল্যান্ড সিরিজ। তার মধ্যেই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রস্তুতি শুরু করে দিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

আগামি ৯ই এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল। হায়দরাবাদ ১১ই এপ্রিল তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। হায়দরাবাদের হয়ে তাঁর প্রস্তুতির ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি। ভিডিওতে রীতিমতো আক্রমণাত্মক মেজাজেই ব্যাট করতে দেখা গেল তাকে। ক্যাপশনে তিনি লিখেছেন, “পুরোদমে চলছে আইপিএল প্রস্তুতি।”

 

ভারতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটেই বেশী দেখা যায় তাকে। টেস্ট দলের নিয়মিত সদস্য তিনি। তবে একদিনের দল থেকে ব্রাত্যই তিনি। তবে সীমিত ওভারেও রীতিমতো পারদর্শীতা দেখিয়েছেন তিনি। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ২০১৪ সালের ফাইনালে শতরানও করেছেন তিনি। দুবাইতে গত আইপিএলে চোটের জন্য বেশী ম্যাচ খেলতে পারেননি তিনি। ৪ ম্যাচ খেলে করেন ২১৪ রান। আসন্ন আইপিএলেও একইরকম ধারাবাহিকতা দেখাতে মুখিয়ে বাংলার সুপারম্যান।