নিজস্ব  প্রতিবেদন: সবকিছু ঠিকঠাক থাকলে ২০২২ সালের আইপিএল-এ 'আহমেদাবাদ টাইটানস' নাম নিয়ে মাঠে নামতে চলেছেন হার্দিক পান্ডিয়া, রশিদ খানরা। সুত্র মারফত এমনটাই জানা গিয়েছে। যদিও ফ্র্যাঞ্চাইজির তরফে সরকারিভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আট নয়, বরং ১০টি দল নিয়ে চলতি বছর আয়োজিত হবে আইপিএল। সঞ্জীব গোয়েঙ্কার লখনউ ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই তাদের নাম জানিয়ে দিয়েছে। কেএল রাহুলের দল সুপার জায়েন্টস নাম নিয়ে খেলবে। এ বার শুভমন গিলদের দলের নাম সামনে এল। ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে হোম গ্রাউন্ড হিসেবে পেয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। 


আরও পড়ুন: INDvsWI: অন্ধকার কাটিয়ে অবশেষে অভিষেক, আবেগপ্রবণ হয়ে পড়লেন Deepak Hooda


আরও পড়ুন: INDvsWI: ফের Virat Kohli ব্যাটিং দেখে হতাশা প্রকাশ করলেন Sunil Gavaskar


আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসবে মেগা নিলামের আসর। ইতিমধ্যেই ক্রিকেটারদের পুল থেকে হার্দিক পান্ডিয়া, রশিদ খান ও শুভমনকে নিয়ে দলে নিয়ে চমক দিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। নেতা হিসেবে এ বার মাঠে নামবেন হার্দিক। হার্দিক ও রশিদকে ১৫ কোটি টাকা করে দিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। তরুণ ওপেনার শুভমন পেয়েছেন ৮ কোটি টাকা। 


এই দলের কোচিং স্টাফের তালিকাও রীতিমতো তারকাখচিত। টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার আশিস নেহরাকে দেখা যাবে হেড কোচের ভূমিকায়। ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কার্স্টেন দলের মেন্টর নিযুক্ত হয়েছেন। আপাতত নিলামের আগে ফ্র্যাঞ্চাইজির হাতে রয়েছে ৫২ কোটি টাকা। আর কোন কোন তারকা ক্রিকেটারকে এই ফ্র্যাঞ্চাইজি তুলে নেয় সেটাই দেখার। 


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App