INDvsWI: অন্ধকার কাটিয়ে অবশেষে অভিষেক, আবেগপ্রবণ হয়ে পড়লেন Deepak Hooda

দীপকের জীবনে ‘অকাল দীপাবলি’।

Updated By: Feb 7, 2022, 03:52 PM IST
INDvsWI: অন্ধকার কাটিয়ে অবশেষে অভিষেক, আবেগপ্রবণ হয়ে পড়লেন Deepak Hooda
আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করলেন দীপক হুডা। ছবি: বিসিসিআই

নিজস্ব প্রতিবেদন: ঠিক এক বছর আগেও ওঁর নামের পাশে ‘অনিশ্চয়তা’, ‘অন্ধকার’, ‘বিতর্কিত’ শব্দগুলো অনায়াসে জুড়ে দেওয়া যেত। তবে সেই সব ‘কালো দিন’ কাটিয়ে ফের স্বমহিমায় ফিরলেন দীপক হুডা (Deepak Hooda)। অবশেষে অভিষেক ঘটল জাতীয় দলে। স্বপ্নের নায়ক বিরাট কোহলির (Virat Kohli) হাত থেকে পেলেন একদিনের দলের ক্যাপ। পরে ব্যাট করতে নেমে ৩২ বলে ২৬ রানে অপরাজিত রইলেন। ফলে প্রথম একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারাল টিম ইন্ডিয়া (Team India)। তাই ম্যাচের শেষে আবেগপ্রবণ হয়ে পড়লেন বিতর্কিত অলরাউন্ডার।  

ম্যাচের শেষে বিসিসিআই-এর টুইটকে রি-টুইট করে দীপক লিখেছেন, 'দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে গর্বিত। এটা আমার কাছে খুবই সম্মানের। বিরাট ভাইয়ার কাছ থেকে একদিনের ক্যাপ হাতে পেলাম, এ যেন আমার কাছে স্বপ্নপূরণের মতো। আমার এই সফরের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাঁদের সবাইকে অনেক ধন্যবাদ।' 

Deepak Hooda

তবে আবেগের বহিঃপ্রকাশ এখানেই শেষ হয়নি। রাতের দিকে ফের একটি টুইট করেন তিনি। দীপক ফের টুইটারে লিখেছেন, 'সিরিজটা দুর্দান্ত ভাবে শুরু হল। একেবারে দলগত জয়। সবে একটা জিতলাম। এখনও দুটি ম্যাচ জেতা বাকি।' 

আরও পড়ুন: Anil Kumble লোভী! বিশেষ দিনে কেন এমন মন্তব্য করলেন Harbhajan Singh?

আরও পড়ুন: Chris Gayle: ক্রিস গেইলের সঙ্গে কী যোগাযোগ স্বামী বিবেকানন্দের?

২০১৭-১৮ মরশুমেও একবার জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু সেই বার প্রথম একাদশের দরজা খোলেনি। তবে এ বার সুযোগের সদ্ব্যবহার করলেন ২৬ বছরের অলরাউন্ডার। মাত্র ১৭৭ রান তাড়া করতে নামলেও একটা সময় ১১৬ রানে ৪ উইকেট হারায় ভারত। তবে চাপের মুখে মাথানত না করে পঞ্চম উইকেটে সূর্য কুমার যাদবের সঙ্গে ৬২ রান যোগ করেন দীপক। সূর্য ৩৪ ও দীপক ২৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।  

Deepak Hooda

স্বভাবতই দীপকের প্রশংসায় পঞ্চমুখ সূর্য। সতীর্থের পাশে দাঁড়িয়ে সূর্যর প্রতিক্রিয়া, "বাকি রান তাড়া করা নিয়ে আমাদের মনের মধ্যে বিন্দুমাত্র চাপ ছিল না। আমাদের ধারণা একেবারে জলের মতো পরিষ্কার ছিল। এমনকি হুডাকেও কিছু বোঝাতে হয়নি। গত সাত বছর ধরে ও ঘরোয়া ক্রিকেট খেলছে। দীপক জানত যে শেষ পর্যন্ত টিকে গেলে এই ম্যাচ অনায়াসে জিতে যাব। আর সেটাই হল। একই সঙ্গে জানিয়ে রাখা ভাল দীপক যে ভাবে ইনিংস সেটা দেখলেই বোঝা যায় যে দীপক খুবই আত্মবিশ্বাসী।"  

অনেক ক্রিকেট পন্ডিতদের মতে দীপকের জাতীয় টি-টোয়েন্টি দলেও সুযোগ পাওয়া উচিত ছিল। তবে এক সময় অন্ধকারে তলিয়ে যাওয়া ছেলেটা এই সুযোগকে কাজে লাগালেন। কারণ দীপকের জীবনে যে আবার আলো ফিরে এসেছে।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.