IPL 2022: কাকে ধরে রাখতে না পেরে হতাশ KKR-এর হেড কোচ Brendon McCullum?
নতুন নাইটদের নিয়ে আশাবাদী ব্রেন্ডন ম্যাকুলাম।
নিজস্ব প্রতিবেদন: দলে সুনীল নারিন ও আন্দ্রে রাসেলের মতো তারকা রয়েছে। ছন্দে থাকলে এই দুই ক্যারিবিয়ান ম্যাচের রঙ বদলে দিতে পারেন। তবুও কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ ব্রেন্ডন ম্যাকুলামের মন মেজাজ বড্ড খারাপ। কারণ তাঁর ফ্রাঞ্চাইজি তরুণ শুভমন গিলকে ধরে রাখতে পারেনি। সেটা কোনও রাকডাক না করে জানিয়েও দিলেন তিনি।
শুভমন ইতিমধ্যেই আইপিএল-এর নতুন দল আহমেদাবাদে নাম লিখিয়েছেন। শুভমনের প্রসঙ্গ এলে নাইটদের একটি লাইভ অনুষ্ঠানে ম্যাকুলাম বলেন, “অনেক ক্রিকেটারকে হারাতে চলেছি এটা জেনেই আমরা পরিকল্পনা করি। শুভমনকে হারানো হতাশাজনক ছিল। কিন্তু এটাই জীবন। কাউকে না কাউকে ছাড়তেই হবে। আমরা নিলামের জন্যে তৈরি। বাকিটা দেখা যাক।“
২০১৮-র নিলামে শুভমনকে ১.৮ কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর। দলের হয়ে ৫৮টি ম্যাচ খেলে ১৪১৭ রান করেছেন এই ডানহাতি ওপেনার।
আরও পড়ুন: ISL 2021-22: Kiyan Nassiri: ছবিতে দেখুন ডার্বির রঙ সবুজ-মেরুন করে দেওয়া বিস্ময় বালকের সফর
তবে পঞ্জাব তনয়কে ধরে রাখতে না পারলেও নারিন ও ‘দ্রে রাস’-কে নিয়ে মুখ খুলেছেন নিউজিল্যান্ডের প্রাক্তন বিস্ফোরক ব্যাটার। ম্যাকুলাম যোগ করেছেন, “সুনীল নারিন ও রাসেল গত এক দশকে নিজেদের প্রমাণ করেছে। গত দুই মরশুমে আমরা বরুণ চক্রবর্তীকে ম্যাচ উইনার হিসেবে পেয়েছি। গত মরশুমের দ্বিতীয় পর্বে ভেঙ্কটেশ আইয়ার তো আইপিএল-এর আবিষ্কার ছিল। প্যাট কামিন্সও ম্যাচ উইনার। তাই আমরা নতুন মরশুমের আগে দল গঠন নিয়ে আশাবাদী।“
আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি আইপিএল-এর মেগা নিলামের আসর বসতে চলেছে। সেখানেই বোঝা যাবে কেমন দল তৈরি করে নাইটবাহিনী।