নিজস্ব প্রতিবেদন: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) প্রাক্তন অলরাউন্ডার ক্রুনাল পাণ্ডিয়া (Krunal Pandya) আইপিএল নিলামের (IPL Mega Auction 2022) আগে ঢাক পিটিয়ে নিজের প্রচার সেরে ফেললেন। ৩০ বছরের ক্রিকেটার জানিয়ে দিলেন যে, তাঁর পিছনে টাকা ঢালা হলে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের ঠকতে হবে না। ক্রুনাল প্রমাণ করে দেবন যে, তিনি একজন প্রকৃত ম্যাচ উইনার। এমনকী এই বিষয়ে ১০০ শতাংশ গ্যারান্টি দিচ্ছেন হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) দাদা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে 'সিনিয়র পাণ্ডিয়া' বলেন, "ক্রুনাল পাণ্ডিয়া ম্যাচ জেতাবেই-১০০%। অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে কথাটা বলছি না। এটা শুধুই নিজের ওপর বিশ্বাস। আমি সবসময় টিম ম্যান। চ্যাম্পিয়নশিপ জেতার জন্য খেলি আমি।"


আরও পড়ুন: IPL 2022: নতুন দল Gujarat Titans-কে নিয়ে উত্তেজিত অধিনায়ক Hardik Pandya


এখনও পর্যন্ত 'ক্রোড়পতি লিগ'-এ ৮৪টি ম্যাচ খেলে পাণ্ডিয়া ১১৪৩ রান করেছেন। হাত ঘুরিয়ে পেয়েছেন ৫১ উইকেট। গত মরশুমে পাণ্ডিয়ার ফর্ম পড়তির দিকেই ছিল। ১৪৩ রান করেছিলেন। তুলে নেন ৫ উইকেট। এবার আইপিএলের ১৫ তম সংস্করণ দেখবে ১০ দলের লড়াই। সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়েন্টস ও বিদেশি কোম্পানি সিভিসি ক্যাপিটালের গুজরাত টাইটানস যুক্ত হয়েছে এবার। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি হবে মেগা নিলাম। দু'দিন ধরে বেঙ্গালুরুতে চলবে অনুষ্ঠান। পাণ্ডিয়া রয়েছেন ২ কোটি টাকার বেস প্রাইজে। এবার দেখা যাক কোন দল তাঁকে নিতে ইচ্ছাপ্রকাশ করে। আইপিএলে আগে পাণ্ডিয়া বরোদার হয়ে রঞ্জি ট্রফি খেলে নিজেকে ঝালিয়ে নেবেন। মুম্বই ইন্ডিয়ান্স পাণ্ডিয়া ভাইদের ধরে রাখেনি এই মরশুমে। হার্দিক পেয়েছেন নিজের রাজ্যের ক্যাপ্টেনসির গুরুভার। গুজরাট টাইটানস টিম ১৫ কোটি টাকায় তাঁর সার্ভিস নিশ্চিত করেছে।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App