নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএলে (IPL 2022) এই মুহূর্তে লিগ টেবিলের 'সেকেন্ড লাস্টবয়' চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ১১ ম্যাচের মধ্যে চেন্নাই জিতেছে মাত্র ৪টি ম্যাচে। হারতে হয়েছে ৭টি ম্যাচে। চেন্নাইয়ের ঝুলিতে ১১ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট। এখন প্রশ্ন ধোনির সিএসকে কি এখনও প্রথম চারে যেতে পারে? রইল লিগ টেবিলের সমীকরণ:


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চেন্নাইকে আগামী ৩ ম্যাচেই জিততে হবে


১২ মে ওয়াংখেড়েতে মুম্বইয়ের মুখোমুখি চেন্নাই
১৫ মে ওয়াংখেড়েতেই গুজরাতের মুখোমুখি চেন্নাই
২০ মে ব্রেবোর্ন স্টেডিয়ামে রাজস্থানের মুখোমুখি চেন্নাই


চেন্নাই প্লেঅফে যেতে পারে যদি চতুর্থ স্থানে ১৪ পয়েন্ট নিয়ে টাই হয়। ঘটনাচক্রে চারবারের ও গতবারের চ্যাম্পিয়ন তিনেও শেষ করতে পারে। 
দিল্লিকে গত ম্যাচে ৯১ রানে হারিয়ে চেন্নাইয়ের নেট রান রেট (+০.০২৮) অনেকটাই ভাল হয়েছে। 


দেখা যাক কী করে চেন্নাই তিনে শেষ করতে পারে:


রাজস্থান যদি আগামী তিন ম্যাচ হেরে ১৪ নম্বরে শেষ করে
আরসিবি যদি আগামী দুই ম্যাচ হেরে ১৪ নম্বরে শেষ করে
দিল্লি যদি আগামী তিন ম্যাচের মধ্যে একটিতে জেতে (রাজস্থানের বিরুদ্ধে জিতে যদি পঞ্জাব এবং মুম্বইয়ের কাছে হারে) ১২ পয়েন্টে শেষ করে। দিল্লির নেট রান রেট ভাল। 
কেকেআর যদি আগামী দুই ম্যাচের মধ্যে একটিতে জেতে (হায়দরাবাদের বিরুদ্ধে জিতে যদি লখনউয়ের কাছে হারে) ১২ পয়েন্টে শেষ করে।
পঞ্জাব যদি তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচে জিতে (আরসিবি ও দিল্লিকে হারিয়ে হায়দরাবাদের কাছে হারতে হবে) ১৪ পয়েন্টে শেষ করে। চেন্নাইয়ের থেকে নেট রান রেট কম থাকতে হবে।
ওপরের এই শর্তগুলি ছাড়াও চেন্নাই যদি আগামী ৩ ম্যাচ বিরাট ব্যবধানে জিতে তিনে শেষ করতে পারে তাহলে ১৪ পয়েন্টে চর্তুমুখী টাই হবে। 
বিকল্প রাস্তাও রয়েছে। হায়দরাবাদ, কলকাতা ও দিল্লি যদি ১৪ পয়েন্টে শেষ করে, পঞ্জাবকে থামতে হবে ১২ পয়েন্টে। 
আরসিবি বা রাজস্থান যদি তাদের আগামী একটি ম্যাচও জিতে যায় তাহলে চেন্নাইয়ের স্বপ্নভঙ্গ হবে। তথন ধোনি বাহিনীকে আশা করতে হবে চতুর্থ স্থানে ১৪ পয়েন্টের টাইয়ের জন্য।  
যদি আরসিবি বা রাজস্থান আগামী দুই ম্যাচ জেতে, তাহলে চেন্নাই ছিটকে যাবে।
চেন্নাই যদি আগামী ম্যাচে মুম্বইয়ের কাছে হেরে যায়, তাহলেই চেন্নাইয়ের আইপিএল অভিযান শেষ হয়ে যাবে এবারের মতো।


আরও পড়ুন: MS Dhoni, IPL 2022: প্লে-অফে যাবে CSK? মজার জবাব দিলেন ‘Captain Cool’


আরও পড়ুন: MS Dhoni, IPL 2022: খিদে পেয়েছিল? হঠাৎ ব্যাট কেন কামড়ালেন ‘Captain Cool’? ভিডিও ভাইরাল


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)