নিজস্ব প্রতিবেদন: মুম্বইয়ের ওয়াংখেড়েতে (Brabourne Stadium, Mumbai) কিছুক্ষণ পরেই মুখোমুখি রাজস্থান রয়্যালস (Rajasthan Royals, RR) ও লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants, LSG)। আর এই ম্য়াচে অনন্য মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রাজস্থানের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin) ও যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। দু'জনেরই আইপিএলে এই মুহূর্তে উইকেট সংখ্যা ১৪৬। ১৫০ উইকেটের মাইলস্টোন থেকে আর চার উইকেট দূরে অশ্বিন-চাহাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০০৮ সালে অশ্বিন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জার্সিতে আইপিএল অভিষেক করেন। ২০১৫ পর্যন্ত টানা আট বছর হলুদ জার্সিতে ১৭০টি ম্যাচ খেলে তিনি নেন ৯০টি উইকেট। ২০১৬ সালে অশ্বিন খেলেন রাইজিং পুনে সুপারজায়েন্টের (Rising Pune Supergiant) হয়ে। পুণের জার্সিতে এক মরশুম খেলে তিনি নেন ১০ উইকেট। ২০১৭ সালে চোটের জন্য তাঁর আইপিএল খেলা হয়নি। ২০১৮-১৯ মরশুমে অশ্বিন খেলেন পঞ্জাব কিংসে (Punjab Kings)। নেন ২৫টি উইকেট। এরপর ২০২০-২১ মরশুমে চেন্নাইয়ের স্পিনার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জার্সিতে পান ২০টি উইকেট। চলতি মরশুমে অশ্বিন এসেছেন রাজস্থানে। তাঁকে ৫ কোটি টাকায় নিলামে দলে নিয়েছে রাজস্থান।


চাহাল ২০১৩ সালে আইপিএল অভিষেক করেন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে। ঘটনাচক্রে একটি ম্যাচই খেলেন তিনি। এরপর চলে আসেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (Royal Challengers Bangalore) ২০১৪-২০২১ পর্যন্ত খেলে ১৩৯টি উইকেট নেন বছর একত্রিশের হরিয়ানার স্পিনার। রাজস্থানে এসে চাহাল এখনও পর্যন্ত ৩ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। মোট ১১৭টি আইপিএল ম্যাচ খেলেছেন চাহাল।


আরও পড়ুন: Rishabh Pant: এক হাতে রিভার্স সুইপ, উড়ে গেল ব্যাট, তবুও চার!-Watch


আরও পড়ুনDavid Warner: 'কেমন আছো?' ওয়ার্নারের মুখে বাংলা শুনে দেখুন একবার-Watch



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)