Rishabh Pant: এক হাতে রিভার্স সুইপ, উড়ে গেল ব্যাট, তবুও চার!-Watch

ঋষভ পন্থ (Rishabh Pant) ফের একবার দেখিয়ে দিলেন, কিছু জিনিস তাঁর পক্ষেই সম্ভব।

Updated By: Apr 10, 2022, 06:40 PM IST
Rishabh Pant: এক হাতে রিভার্স সুইপ, উড়ে গেল ব্যাট, তবুও চার!-Watch
পন্থের শট নেওয়ার পর ব্যাটের অবস্থান!

নিজস্ব প্রতিবেদন: মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে (Brabourne Stadium, Mumbai) রবিবাসরীয় আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস (KKR vs DC)। টস হেরে প্রথমে ব্যাট করে দিল্লি পাঁচ উইকেট হারিয়ে ২১৫ রান তুলেছে। এদিন তিনে ব্যাট করতে এসে দিল্লির ক্যাপ্টেন ঋষভ পন্থ (Rishabh Pant) ১৪ বলে ২৭ রানের মারকুটে ইনিংস খেলে আউট হয়ে যান।

২৪ মিনিট ক্রিজে থেকে পন্থ জোড়া চার ও জোড়া ছক্কা হাঁকিয়েছেন। পন্থের মারা একটি চার নিয়েই সোশ্যাল সরগরম। দিল্লির ইনিংসের ১১ নম্বর ওভারের ঘটনা। কেকেআর স্পিনার বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) বলে পন্থ রিভার্স সুইপ মারেন। কার্যত এক হাতেই ব্যাট চালান তিনি। শট নিতে গিয়ে ব্যাটের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পন্থ। অল্পের জন্য হিট উইকেট হওয়া থেকে বেঁচে যান তিনি। ব্যাট উড়ে যায় ফাইন লেগের দিকে। শটের গতি থাকায় বল অনায়াসেই বাউন্ডারির দড়ি পার করে যায়। টুইটারে ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন: David Warner: 'কেমন আছো?' ওয়ার্নারের মুখে বাংলা শুনে দেখুন একবার-Watch

আরও পড়ুনIPL 2022: 'মুম্বই-চেন্নাইকে এখন কেউ ভয় পায় না! ওদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

 

.