IPL 2022, RCB vs CSK: MS Dhoni-র CSK-কে ১৩ রানে হারিয়ে চারে উঠে এল RCB
বিরাট কোহলি ও ফ্যাফ ডু’ প্লেসিস ওপেনিং জুটিতে ৬২ রান করার পরে ডাগ আউটে ফেরেন ডু’ প্লেসিস (৩৮)।
নিজস্ব প্রতিবেদন: প্লে অফের আশা জিইয়ে রাখতে হলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচটা জিততেই হত আরসিবি-কে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এ দিন ১৩ রানে হারাল চেন্নাইকে। ফলে এই ম্যাচ জেতায় চার উঠে আসার জন্য প্লে অফের আশা জিইয়ে রাখল আরসিবি। প্রথমে ব্যাট করে আরসিবি করে ৮ উইকেটে ১৭৩ রান। জবাবে চেন্নাই সুপার কিংস ৮ উইকেটে ১৬০ রান তুলে থেমে যায়।
বুধবার টস জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠান মহেন্দ্র সিং ধোনি। বিরাট কোহলি ও ফ্যাফ ডু’ প্লেসিস ওপেনিং জুটিতে ৬২ রান করার পরে ডাগ আউটে ফেরেন ডু’ প্লেসিস (৩৮)। বিরাট ৩৩ বলে ৩০ রান করার পরে মঈন আলির বলে বোল্ড হন। গ্লেন ম্যাক্সওয়েল মাত্র ৩ রানে রান আউট হন।
৭৯ রানে রয়্যাল চ্যালেঞ্জার্সের তিন-তিনটি উইকেট চলে যাওয়ার পরে মাহিপাল লোমরার ও রজত পাতিদার আরসিবি-কে গোছানোর কাজ শুরু করেন। পাতিদারকে (২১) ফেরান প্রিটোরিয়াস। ৪২ রানে আউট হন মাহিপাল। এর পরে পরপর উইকেট হারালেও দীনেশ কার্তিক ১৭ বলে ২৬ রান করে আরসিবি-কে পৌঁছে দেন ৮ উইকেটে ১৭৩ রানে।
জবাবে ব্যাট করতে নেমে ঋতুরাজ গায়কোয়াড় ও কনওয়ে জুটিতে ৫৪ রান যোগ করেন। গায়কোয়াড়কে (২৮) ফেরান শাহবাজ আহমেদ। রবিন উত্থাপ্পা মাত্র ১ রানে ফিরে যাওয়ায় চাপ বাড়ে চেন্নাই সুপার কিংসের উপরে। অম্বাতি রায়ুডু (১০) বোল্ড হন ম্যাক্সওয়েলের বলে। এরপরে ডেভন কনওয়ে টানছিলেন চেন্নাইয়ের ইনিংস। তিনি ফেরেন ৫৬ রানে। ৩৭ বলে ৫৬ রান করেন কনওয়ে। তিনি যখন আউট হন, তখন চেন্নাইয়ের রান ৪ উইকেটে ১০৯ রান।
নেতৃত্বের চাপ আর নিতে পারছিলেন না। সেই কারণে অধিনায়কের আর্মব্যান্ড ধোনির হাতে ফিরিয়ে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। এ দিন যখন তাঁর ব্যাটে রান দরকার সেই সময়েই হর্ষল প্যাটেলকে মাঠের বাইরে ফেলতে গিয়ে বিরাটের হাতে ক্যাচ দিয়ে আউট হন জাদেজা (৩)। পাঁচ উইকেট হারিয়ে সিএসকে হয়ে যায় ১২২। মঈন আলি মরিয়া একটা চেষ্টা করেছিলেন। হর্ষল প্যাটেলের বলে ৩৪ রানে ফিরতে হয় তাঁকে।
কিপিংয়ে ফের নজর কাড়লেও, ব্যাটে ধোনি ধামাকা দেখা গেল না। মাত্র ২ রান করেন তিনি। তখনই দেওয়াললিখন পড়ে ফেলেন চেন্নাইয়ের ভক্তরা। শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংস থেমে যায় ৮ উইকেটে ১৬০ রানে। হর্ষল ৩৫ রানে ৩ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: MS Dhoni, IPL 2022: চোখের নিমেষে Glenn Maxwell-কে রান আউট করেন ‘ক্যাপ্টেন কুল’