নিজস্ব প্রতিবেদন: আগামী বছর ৩০ মে থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। অন্যদিকে ওই একই সময়েই হতে পারে ভারতের সাধারণ নির্বাচনও। এমন অবস্থায় আইপিএল-এর ভবিষ্যত্ নিয়ে শঙ্কায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তবে কবে হবে আইপিএল? 
বোর্ড সূত্রের খবর, আগামী বছর মার্চেই শুরু হতে পারে ভারতের সবথেকে জনপ্রিয় ক্রিকেট লিগ। সম্ভবত ২৯ মার্চ থেকেই শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- আইপিএল-এর আর্থিক কেলেঙ্কারি ফাঁস! ১২১ কোটির জরিমানা বিসিসিআই-এর


লোধা কমিটির নিয়ম অনুযায়ী, আইপিএল এবং যেকোনও ক্রিকেট প্রতিযোগিতার মধ্যে অন্তত ১৫ দিনের ব্যবধান রাখতেই হবে। এবং আগামী বছর ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগে সব অংশগ্রহণকারী দেশকেই অন্তত দু সপ্তাহ আগে থেকে প্রচারে কাজে লাগাবে আইসিসি। সেহেতু এপ্রিলে কোনও ভাবেই আইপিএল আয়োজন করতে পারবে না বিসিসাই। তাই আগামী বছর আইপিএল এগিয়ে আনার ভাবনাই রয়েছে বোর্ড কর্তাদের।


আরও পড়ুন- পদত্যাগ করলেন রিয়ালের কোচ জিদান


তবে, ২০১৯ সালের সাধারণ নির্বাচনের দিন যদি আরও এগিয়ে আসে তাহলে অন্য কিছু ভাবতে হবে বিসিসিআই-কে। সেক্ষেত্রে ২০০৯ সালের মতো বিদেশে চলে যেতে পারে আইপিএল।