IPL 2023, KKR v DC: অনবদ্য ওয়ার্নার, কলকাতাকে হারিয়ে দিল দিল্লি

চলতি আইপিএলে কেকেআরকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেল দিল্লি।

Updated By: Apr 21, 2023, 12:24 AM IST
IPL 2023, KKR v DC: অনবদ্য ওয়ার্নার, কলকাতাকে হারিয়ে দিল দিল্লি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  টি-২০ ক্রিকেটে পুঁজি মাত্র ১২৮! চলতি আইপিএলে কেকেআরকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেল দিল্লি। হাফসেঞ্চুরি করলেন ডেভিড ওয়ার্নারের। এ বারের মরসুমে চতুর্থ।

এদিন বৃষ্টির জন্য় নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। ম্যাচ শুরু হয় ঘণ্টাখানেক দেরিতে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি এবং প্রথমে ব্যাট করতে নিয়মিত ব্য়বধানে উইকেট হারাতে থাকে কলকাতা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, একটা সময়ে মনে হচ্ছিল একশোও রান উঠবে না! শেষদিনের ইনিংসের হাল ধরেন আন্দ্রে রাসেল। তাঁর ব্য়াটে ভর করেই ১২৮ রান তোলে কলকাতা।

 

দ্বিতীয় ইনিংস ব্যাট করতে একসময়ে চাপে পড়ে দিয়েছিল দিল্লি। খুব অল্প সময়ের ব্যবধানে ৩ উইকেট হারায় তারা। ওপেন করতে নেমে ফের ব্যর্থ হন পৃথ্বী শ। স্কোয়ার কাট মারতে গিয়ে প্লেড অন তিনি। তবে অনবদ্য হাফ সেঞ্চুরি করেন ডেভিড ওয়ার্নার। শেষপর্যন্ত ৪ উইকেটে ম্যাচও জিতে যায় নীল জার্সিধারীরাই। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.