Kevin Pietersen VS MS Dhoni: পুরনো কাসুন্দি ঘেঁটে ধোনিকে ট্রোল করে যাচ্ছেন পিটারসেন! দেখুন ভাইরাল ভিডিয়ো

পিটারসেন এখানেই থেমে থাকেননি। ধোনিকে নিয়ে আরও একটি ভিডিয়ো টুইট করেছেন। সেই ভিডিয়োতে দেখা যায়, ধোনিকে আউট করেছেন পিটারসেন। ২০০৭ সালে ওভাল টেস্টে ধোনিকে আউট করেন কেপি। সেই ম্যাচে ৮১ বলে ৯২ রান করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: May 18, 2023, 02:30 PM IST
Kevin Pietersen VS MS Dhoni: পুরনো কাসুন্দি ঘেঁটে ধোনিকে ট্রোল করে যাচ্ছেন পিটারসেন! দেখুন ভাইরাল ভিডিয়ো
কেভিন পিটারসেন ও মহেন্দ্র সিং ধোনির মধ্যে ঠাণ্ডা লড়াই চলছেই। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) ও কেভিন পিটারসেনের (Kevin Pietersen) মধ্যে খুনসুটি চলছেই। এখনও টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ককে এখনও ট্রোল করেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা।

ছয় বছর হয়ে গেলেও সেই ট্রোলিং ভোলেননি কেপি। ২০১৭ সালের আইপিএল-এ (IPL 2017) রাইজিং সুপারজায়ান্ট (Rising Pune Supergiants) ও মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মধ্যে ম্যাচ চলছিল। ধোনির দল ফিল্ডিং করার সময় মনোজ তিওয়ারিকে (Manoj Tiwary) এয়ার ফোনে ধরেন সেই সময় ধারাভাষ্য দিতে থাকা পিটারসেন। সেই সময় প্রথম স্লিপে দাঁড়িয়ে ছিলেন মনোজ। পিটারসেন হঠাৎ মনোজকে বলেন, 'ধোনিকে বলো আমি ওর থেকে ভালো গলফার!' সেটা শুনেই ধোনির হাসিমুখে পালটা জবাব ছিল, 'তুমি কিন্তু আমার প্রথম টেস্ট হতেই পারতে।'

কিন্তু কেন পিটারসেন কেন ধোনিকে সেই সময় ট্রোল করেছিলেন? 

আসলে সেই ঘটনার নেপথ্যে ছিল ২০১১ সালে লর্ডস টেস্টের একটি ঘটনা। সেই টেস্টে ধোনির বলে উইকেটের পিছনে ক্যাচ দেন কেপি। সেই সময় উইকেটকিপিং করছিলেন রাহুল দ্রাবিড়। আম্পায়ার বিলি বাউডেন ধোনির কট বিহাইন্ডের আবেদনে সাড়া দেন। কিন্তু পিটারসেন রিভিউ চান। রিভিউয়ে দেখা যায় ধোনির বল পিটারসেনের ব্যাট ছোঁয়নি। কেপির ব্যাট তাঁর প্যাডে আঘাত করায় মাঠে থাকা আম্পায়ার আউট দিয়ে দেন। যদিও থার্ড আম্পায়ারের সৌজন্যে মাঠে ফিরে আসেন ইংল্যান্ডের তারকা। এবং সেই টেস্টের প্রথম ইনিংসে ৩২৬ বলে ২০২ রানে অপরাজিত থাকেন 'কেপি'। ইংল্যান্ড সেই টেস্টে ১৯৬ রানে জিতে যায়।' 

আরও পড়ুন: Shubman Gill, IPL 2023: 'সচিন-বিরাটকেও ছাপিয়ে যাবে শুভমন!' বড় মন্তব্য করে দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার

আরও পড়ুন: IPL 2023: কোন বিশেষ কারণে ব্যাপক ট্রোল হচ্ছেন টিম ইন্ডিয়ার দুই প্রাক্তন তারকা? জেনে নিন

সেই ঘটনা মনে করিয়ে 'ক্যাপ্টেন কুল'-এর উদ্দেশে টুইট করেন পিটারসেন। সেখানে লর্ডস টেস্টের সেই মুহূর্তের ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। কেপি টুইটারে লিখেছিলেন, 'প্রমাণ রয়েছে আমি ধোনির প্রথম উইকেট নই। যদিও বলটা ভালোই করেছিল এমএস।' 

পিটারসেন এখানেই থেমে থাকেননি। ধোনিকে নিয়ে আরও একটি ভিডিয়ো টুইট করেছেন। সেই ভিডিয়োতে দেখা যায়, ধোনিকে আউট করেছেন পিটারসেন। ২০০৭ সালে ওভাল টেস্টে ধোনিকে আউট করেন কেপি। সেই ম্যাচে ৮১ বলে ৯২ রান করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। পিটারসেনের বলে ছক্কা মারতে গেলে ডিপ মিড উইকেটে ধোনির ক্যাচটি ধরেন অ্যালিস্টার কুক। 

২০১৭ সালের আইপিএল-এ বিশ্ব ক্রিকেটের দুই তারকার মধ্যে এই ইস্যু নিয়েই রসিকতা হয়েছিল। সেটা পিটারসেন এখনও ভোলেননি। সেই কারণেই ধোনিকে এখনও ট্রোল করে চলেন তিনি। যদিও 'ক্যাপ্টেন কুল' কিন্তু তাঁর মাথা ঠাণ্ডা রেখেছেন। তাই তিনি এখনও পিটারসেনের ট্রোলিংয়ের পালটা দেননি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.