জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একে তো চলতি আইপিএল-এ (IPL 2023) নিজেদের প্রথম ম্যাচেই লজ্জার হার হজম করেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শনিবার অর্থাৎ ১ এপ্রিল, পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ডাকওয়ার্থ লুইস নিয়মে সাত রানে হেরেছে নীতীশ রানার (Nitish Rana) দল। এরমধ্যে আরও চাপের খবর হল, সাকিব আল হাসান (Shakib Al Hasan) ও লিটন দাসের (Liton Das) নাইট সংসারে যোগ দিতে আরও কয়েকদিন সময় লাগবে। বাংলাদেশ (Bangladesh) দলের এই দুই তারকাকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে রাখা হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দলের দুই তারকাকে ছাড়া হবে না, সেটা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছিলেন, সাকিব ও লিটনের টেস্ট না খেলার তো কোনও কারণ দেখছি না। ওদের কোনও চোট নেই। তা হলে খেলতে অসুবিধা কোথায়!" 


আরও পড়ুন: PBKS vs KKR, IPL 2023: 'পঞ্চনদীর তীরে' একরাশ লজ্জা, রাজাপক্ষে-অর্শদীপের পঞ্জাবের কাছে ডাকওয়ার্থ লুইস নিয়মে সাত রানে হারল কেকেআর


আরও পড়ুন: Virat Kohli and Sunil Chhetri, IPL 2023: বন্ধু বিরাটের সঙ্গে সুনীলের রিইউনিয়ন, অনুশীলনে দারুণ ক্যাচ নিলেন 'ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক'


আগামী ৪ এপ্রিল থেকে মীরপুর স্টেডিয়ামে আইরিশদের বিরুদ্ধে ওয়ান-অফ টেস্ট খেলতে নামবে টাইগার্সরা। সেই ম্যাচে আবার সাকিব অধিনায়কত্বে ব্যাটন সামলাবেন। মুশফিকুর রহিম দলে থাকলেও, লিটনকে কিপার হিসেবে ১৪ জনের মধ্যে রাখা হয়েছে। একইসঙ্গে তিনি আবার তিনি সহ-অধিনায়ক। ফলে সেই টেস্ট শেষ না হলে, কোনওমতেই কলকাতার দলে তাঁদের যোগ দেওয়া সম্ভব নয়। পুরো পাঁচদিন খেলা হলে সেই টেস্ট ৮ এপ্রিল পর্যন্ত চলবে। ফলে সাকিব ও লিটনের পক্ষে ৯ গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও খেলা প্রায় অসম্ভব। 


১৪ জনের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক/উইকেটকিপার), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম এবং মাহমুদুল হাসান।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)