Virat Kohli and Sunil Chhetri, IPL 2023: বন্ধু বিরাটের সঙ্গে সুনীলের রিইউনিয়ন, অনুশীলনে দারুণ ক্যাচ নিলেন 'ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক'

২ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবারের আইপিএল-এর অভিযান শুরু করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এর আগে ভারতীয় ক্রীড়া জগতের দুই মহাতারকার রিইউনিয়ন দেখা গেল।

| Apr 01, 2023, 17:35 PM IST

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: একজন ভারতের ফুটবল দলের (Indian Football Team) অধিনায়ক। আর একজন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক। হ্যাঁ সুনীল ছেত্রী (Sunil Chhetri) ও বিরাট কোহলির (Virat Kohli) কথা লিখছি। দুই অভিন্ন হৃদয় বন্ধু ফের একবার আড্ডায় মেতে উঠলেন। রবিবার অর্থাৎ ২ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে এবারের আইপিএল-এর (IPL 2023) অভিযান শুরু করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। এর আগে ভারতীয় ক্রীড়া জগতের দুই মহাতারকার রিইউনিয়ন দেখা গেল। 

1/10

বিরাট কোহলি ও সুনীল ছেত্রী

Virat Kohli and Sunil Chhetri

বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরাট ও সুনীল। 

2/10

বিরাট কোহলি ও সুনীল ছেত্রী

Virat Kohli and Sunil Chhetri

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পুরোদমে অনুশীলন করছিল আরসিবি। সেই অনুশীলন দেখতেই পৌঁছে গিয়েছিলেন সুনীল। দলের তরুণ ক্রিকেটারদের সঙ্গে তাঁকে কথা বলতে দেখা গেল। 

3/10

বিরাট কোহলি ও সুনীল ছেত্রী

Virat Kohli and Sunil Chhetri

এর আগে পুরনো বন্ধু বিরাটের সঙ্গে সুনীলকে জরুরি আলোচনা করতে দেখা গেল। 

4/10

বিরাট কোহলি ও সুনীল ছেত্রী

Virat Kohli and Sunil Chhetri

বিরাটের সঙ্গে খোশমেজাজে ছিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক। 

5/10

বিরাট কোহলি ও সুনীল ছেত্রী

Virat Kohli and Sunil Chhetri

বিরাটের মতো সুনীলও আরসিবি-র জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেছিলেন। 

6/10

বিরাট কোহলি ও সুনীল ছেত্রী

Virat Kohli and Sunil Chhetri

মাঠে নেমে একেবারে জন্টি রোডসের মতো উড়ে ক্যাচ ধরলেন সুনীল। 

7/10

বিরাট কোহলি ও সুনীল ছেত্রী

Virat Kohli and Sunil Chhetri

ছোটবেলায় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন সুনীল। তবে অর্থের অভাবে সেই স্বপ্ন পূরণ হয়নি। তবে এবার ফিল্ডিং করতে নেমে প্রতিটা মুহূর্ত উপভোগ করলেন 'ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক'। 

8/10

বিরাট কোহলি ও সুনীল ছেত্রী

Virat Kohli and Sunil Chhetri

বিগত বেশ কয়েক বছর ধরে বেঙ্গালুরুর ফুটবল দল বেঙ্গালুুরু এফসির হয়েই খেলেন সুনীল ছেত্রী। তিনি থাকেনও বেঙ্গালুরুতেই। এর আগেও আরসিবি-র অনুশীলনে তাঁকে দেখা গিয়েছিল। 

9/10

বিরাট কোহলি ও সুনীল ছেত্রী

Virat Kohli and Sunil Chhetri

ভারতীয় ফুটবল দলের অধিনায়ক নিজেকে আরসিবি-র ভক্ত বলে দাবি করেন। বিরাটের সঙ্গে দেখা হলেই তাঁরা মজা করেন। সেটাও জানালেন সুনীল।  

10/10

বিরাট কোহলি ও সুনীল ছেত্রী

Virat Kohli and Sunil Chhetri

শুধু বিরাট ও সুনীল নন, দুই তারকার পরিবারও একসঙ্গে অনেক সময় কাটিয়েছেন। অনুষ্কা শর্মা ও সোনম ভট্টাচার্য ছেত্রীকে নিয়ে একসঙ্গে একাধিক অনুষ্ঠানে বিরাট ও সুনীলকে খোশমেজাজে ছবি তুলতে দেখা গিয়েছে।