নিজস্ব প্রতিবেদন : ব্রিসবেনে টেস্ট খেলতে নামার আগে টিম ইন্ডিয়ার মূল সমস্যা এখন চোটের লম্বা লাইন। সিরিজের শেষ লগ্নে এসে ব্রিসবেনে প্রথম এগারো গড়তেই ঘুম ছুটছে টিম ম্যানেজমেন্টের। চোটে জেরবার টিম ইন্ডিয়া ব্রিসবেনে টেস্ট জিতবে। এমনই ভবিষ্যদ্বাণী করলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ব্রিসবেন টেস্টের আগে নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেন, "এবার সিরিজের শেষ পর্যায়। ভারতের সামনে সিরিজ জয়ের সুযোগ রয়েছে। চোটে জেরবার হলেও ভারতকে বিশ্বাস করতে হবে যে তারা পারবে। আর ব্রিসবেনে টেস্ট জিতে নিয়ে সিরিজ জিতলে, এটাই টেস্টের ইতিহাসে ভারতের সবচেয়ে বড় সিরিজ জয় হবে। "  


আরও পড়ুন- কথা বলাই ওঁর কাজ... যা খুশি বলতে পারেন- গাভাসকরকে খোঁচা Paine'র


অ্যাডিলেডে প্রথম টেস্ট জিতে নেয় অস্ট্রেলিয়া। মেলবোর্নে দুরন্ত কামব্যাক টিম ইন্ডিয়ার। বক্সিং ডে টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় ভারতীয় দল। এরপর সিডনি টেস্ট ড্র হয়। কাল থেকে শুরু ব্রিসবেন টেস্টে যে জিতবে সিরিজ তার। আর টেস্ট ড্র হলে বর্ডার-গাভাসকর ট্রফি থেকে যাবে ভারতের কাছেই।



আরও পড়ুন- আটশো উইকেট পেতে পারেন! Ashwin-কে নিয়ে বড় কথা বললেন Muralitharan