রাশিয়ার হারে জুড়ে গেল ব্রাজিলের নাম!

কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হার মানে রাশিয়া।

Updated By: Jul 8, 2018, 11:45 AM IST
রাশিয়ার হারে জুড়ে গেল ব্রাজিলের নাম!

নিজস্ব প্রতিবেদন :  গ্রুপ পর্বে মিশরকে হারানো থেকে শেষ ষোলোর লড়াইয়ে স্পেনকে ছিটকে দেওয়া। সব অঘটন ঘটিয়েই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল আয়োজক রাশিয়া। শেষ আটের লড়াইয়েও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই জারি রাখে রাশিয়ানরা।   

আরও পড়ুন - রাশিয়ার স্বপ্ন থামিয়ে বিশ্বকাপের শেষ চারে ক্রোয়েশিয়া

কিন্তু কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হার মানে রাশিয়া। পাঁচটি পেনাল্টির মধ্যে দু'টি মিস করে তারা। প্রথমেই স্মলভ আর তিন নম্বরে শট করতে এসে পোস্টের অনেক বাইরে মারেন রাশিয়ান মারিয়ো ফার্নান্দেস। কিন্তু আবার এই মারিয়ো ফার্নান্দেসের গোলেই অতিরিক্ত সময়ে সমতায় ফেরে রুশরা।  এই ফার্নান্দেসের জন্যই টাইব্রেকার অবধি পৌঁছতে পেরেছিল রাশিয়া। নাহলে অতিরিক্ত সময়ে ভিদার গোলেই ম্যাচ জিতে নিত ক্রোয়েশিয়া। এই রাশিয়ান ডিফেন্ডার ফার্নান্দেস আসলে ব্রাজিলিয় বংশদ্ভূত। তাই রাশিয়ার কোয়ার্টার ফাইনাল হারের পেছনে জুড়ে থাকছে ব্রাজিলের নামও।

.