ভারতীয় দলে খেলার সুযোগ, Ishan Kishan-কে Miss India Finalist বান্ধবীর বিশেষ শুভেচ্ছা

ঝাড়খণ্ডের উইকেটকিপার-ব্যাটসম্য়ান বিজয় হাজারে টুর্নামেন্টে ঝোড়ো ইনিংস খেলে ভারতীয় ক্রিকেট সার্কিটে হইচই ফেলেছেন।

Updated By: Feb 22, 2021, 11:14 AM IST
ভারতীয় দলে খেলার সুযোগ, Ishan Kishan-কে Miss India Finalist বান্ধবীর বিশেষ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদন- IND VS ENG চার ম্যাচের ওয়ান-ডে সিরিজের পরই T-20 সিরিজ শুরু হবে। ইতিমধ্যে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে BCCI. আর সেই দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন ঈশান কিষাণ (Ishan kishan)। England-এর বিরুদ্ধে টি-২০ সিরিজে কমবয়সী ক্রিকেটারদের Team India-য় সুযোগ দেওয়া হয়েছে। তবে সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে হইচই ফেলে দিয়েছেন ঈশান। ঝাড়খণ্ডের উইকেটকিপার-ব্যাটসম্য়ান বিজয় হাজারে টুর্নামেন্টে ঝোড়ো ইনিংস খেলে ভারতীয় ক্রিকেট সার্কিটে হইচই ফেলেছেন।

ভারতীয় দলের হয়ে একদিন খেলবেন। এমনই স্বপ্ন দেখতেন ঈশান। তাঁর সেই স্বপ্ন পূরণ হবে এবার। England-এর বিরুদ্ধে টি-২০ সিরিজে ঋষভ পন্থের ব্যাক-আপ হিসাবে তাঁকে দলে রাখা হয়েছে। সম্প্রতি বিজয় হাজারে টুর্নামেন্টে ৯৪ বলে ১৭৩ রানের ইনিংস খেলেছিলেন ঈশান। তাঁর এই ইনিংসের দৌলতে মধ্যপ্রদেশকে রেকর্ড রানে হারিয়েছিল ঝাড়খণ্ড। এর পরই ভারতীয় দলে ডাক পেয়েছেন তিনি। ঈশান এখন শুভেচ্ছার বন্যায় ভাসছেন। তবে ঈশানের বিশেষ বন্ধুর শুভেচ্ছা জানালেন বিশেষভাবেই। মডেল অদিতি হুন্ডিয়া (Aditi Hundia) বহুদিন ধরেই তাঁর বিশেষ বন্ধু।

আরও পড়ুন-  Ind vs Eng: বিশ্বের সবচেয়ে বড় Stadium ভারতে, মাঠে ঢুকেই হা তারকা ক্রিকেটাররা

ভারতীয় দলে ডাক পাওয়ার পর ঈশানকে শুভেচ্ছা জানালেন অদিতি। তবে নিজের স্টাইলে। তাঁদের দুজনের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মডেল ও Miss India Finalist অদিতি ইনস্টাগ্রাম স্টোরিতে ঈশানের সঙ্গে ছবি শেয়ার করেছেন। একইসঙ্গে প্রিয় বন্ধুকে শুভেচ্ছাও জানিয়েছেন। পেশায় মডেল অদিতি ২০১৭ সালে Miss India Finalist ছিলেন। এর আগেও ঈশানের সঙ্গে তাঁর ছবি দেখা গিয়েছে। দুজনে পরস্পরকে ভাল বন্ধু বলেই পরিচয় দেন। IPL 2020-তেও Mumbai Indians-এর হয়ে ঈশানের পারফরম্য়ান্স ছিল দুরন্ত। ১৩ ম্য়াচে ৫১৬ রান করেছিলেন তিনি। 

.